দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ছয় মাস পর প্রথম ওয়ানডে খেলতে নামলেন নাসিম শাহ। গত আগষ্টে সবশেষ ওয়ানডেতে নেদারল্যান্ডসের বিপক্ষে পেয়েছিলেন ৫ উইকেট। লম্বা সময় পর ফিরেই আবার তার পকেটে ৫ উইকেট। করাচিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান ৬ উইকেটে হারিয়েছে নিউ জিল্যান্ডকে। বল হাতে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন নাসিম। আগে ব্যাটিং করতে নেমে নিউ জিল্যান্ড ৯ উইকেটে ২৫৫ রানের বেশি করতে পারেনি। ৫৭ রানে ফাইফারের স্বাদ পেয়েছেন ডানহাতি দ্রুতগতির বোলার।
লক্ষ্য নাগালে থাকায় পাকিস্তানের জয় পেতে সমস্যা হয়নি। ফখর জামান, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ১১ বল আগে লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। তাতে আইসিসি ওয়ানডে সুপার লিগে ১০ পয়েন্টও নিশ্চিত করেছে পাকিস্তান। নতুন বলে প্রথম ওভারে উইকেট পাওয়া অভ্যাসে পরিণত করেছে পাকিস্তান। শাহীন শাহ আফ্রিদি যে কাজটা করছেন লাগাতার। আফ্রিদি নেই। সেই দায়িত্বই পালন করলেন নাসিম। প্রথম ওভারের ষষ্ঠ বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমের পথ ধরেন ডেভন কনওয়ে। নতুন বলে ডানহাতি পেসার আর তেমন কার্যকরী হতে পারেননি।
তবে বাকিরা ঠিকই সাফল্য পেয়েছেন। ফিন অ্যালেনের (২৯) উইকেট পেয়েছেন মোহাম্মদ ওয়াসিম। কেন উইলিয়ামসকে (২৬) আউট করেন উসামা মির। এ বোলার ফেরান টম লাথামকেও (৪২) । এছাড়া স্পিনার নওয়াজ বোল্ড করেন ডার্ল মিচেলকে (৩৬) ।
৪৪তম ওভারে নাসিমের আক্রমণ শুরু হয়। এরপর টপাটপ সাফল্য পেয়ে যান এ পেসার। গ্লেন ফিলিপস ৩৭ রানে আউট হন বাবরের হাতে ক্যাচ দিয়ে। একে একে তার বোলিংয়ে ড্রেসিংরুমে ফেরেন ব্রেসওয়েল (৪৩), হেনরি শিপলে (০) ও মিচেল স্টানার (২১) । শেষ দিকে টিম সাউদির ১৫ রানে কোনো মতে আড়াইশ রান পেরিয়ে যায় নিউ জিল্যান্ড। কিন্তু জয়ের জন্য এ রানও যথেষ্ট ছিল না।
পাকিস্তান অতি সহজেই ম্যাচ ছিনিয়ে নিয়েছে। ওপেনার ফখর জামান ৭৪ বলে ৫৬ রান করেন। সর্বোচ্চ ৭৭ রান করেছেন রিজওয়ান। ৮৬ বলে ৬ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি। বাবর ৮২ বলে ৬৬ রানের ইনিংস খেলেন। এছাড়া ইমাম উল হক ১১ ও হারিস সোহেলের ব্যাট থেকে আসে ৩২ রান। রিজওয়ানের সঙ্গে ১৩ রানে অপরাজিত থাকেন আগা সালমান। নিউ জিল্যান্ডের হয়ে মিচেল ব্রেসওয়েল ৪৪ রানে ২ উইকেট পেয়েছেন। ১টি করে উইকেট নেন টিম সাউদি ও গ্লেন ফিলিপস। ৫ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ের নায়ক নাসিম শাহ। ১১ জানুয়ারি একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।