1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
নারী এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায় - DeshBideshNews
November 24, 2024, 4:57 pm
 

নারী এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়

  • Update Time : Tuesday, October 11, 2022
  • 85 Time View
নারী এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : চা বাগান আর সবুজে ঘেরা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অবিরাম ঝরতে থাকা বৃষ্টি যেন নৈসর্গিক দৃশ্য। কিন্তু নিগার সুলতানা জ্যোতিদের কাছে এই বৃষ্টি ঝরছে বিষাদের কাব্য হয়ে। প্রতিটি জলকণা ধাবিত করেছে দুঃস্বপ্নের দিকে। শেষ পর্যন্ত এই বৃষ্টি কেড়ে নিলো বাংলাদেশের এশিয়া কাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন।

মঞ্চ প্রস্তুত ছিল। প্রয়োজন ছিল একটি জয়। প্রতিপক্ষ পুচকে আরব আমিরাত। বলে কয়ে উড়িয়ে দেওয়ার মতো। কিন্তু প্রকৃতির সঙ্গে কি আর পারা যায়। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় টস হওয়ার কথা ছিল। অঝোরে ঝরতে থাকা বৃষ্টির কারণে সেটি সম্ভব হয়নি। বাড়তে থাকে অপেক্ষা। বৃষ্টি থামার কোনও সম্ভাবনাই দেখা যায়নি। ১০টা ৫৪ মিনিটে ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করা হয়।

আর এতেই বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এদিকে, সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে থাইল্যান্ডের। ৭ দলের এশিয়া কাপে পঞ্চম স্থানে থেকে আসর শেষ করল নিগার সুলতানা জ্যোতির দল। ৬ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৫। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাইল্যান্ড।
এবারের এশিয়া কাপে বাংলাদেশ জিতেছে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে। আর হেরেছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে। আর আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হলো। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাকিস্তান দুইয়ে। ৫ ম্যাচ খেলেছে শ্রীলঙ্কাও, তাদের পয়েন্টও ৮। আজ লিগ পর্বের শেষ ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ