1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
দুই ম্যাচ দিয়ে বিশ্বমানের ক্রিকেটারদের বিচার করা উচিত না - DeshBideshNews
November 26, 2024, 2:33 am
 

দুই ম্যাচ দিয়ে বিশ্বমানের ক্রিকেটারদের বিচার করা উচিত না

  • Update Time : Monday, July 10, 2023
  • 81 Time View
দুই ম্যাচ দিয়ে বিশ্বমানের ক্রিকেটারদের বিচার করা উচিত না

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ঘরের মাঠে আফগানিস্তানের কাছে এমন হার। প্রশ্ন উঠছে ক্রিকেটারদের নিবেদন নিয়ে। বিষয়টা বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাসের মনে ধরেনি। তাইতো অকপটে বুঝিয়ে দিলেন, মাত্র দুই ম্যাচ দিয়ে বিশ্বমানের ক্রিকেটারদের বিবেচনা করা উচিত না। আমরা খুব তাড়াতাড়ি ভুলে গিয়েছি যে আমরা ইংল্যান্ড, ভারত এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছি। আমরা দুটি খেলার মাধ্যমে বিশ্বমানের ক্রিকেটারদের বিচার করছি। লম্বা সময়ের খেলা বিবেচনায় এনে আমাদের বিচার করা উচিত। মাত্র দুটি খেলা দিয়ে নয়’-সোমবার সংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমে এভাবে বলেছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।

যেখানে বাংলাদেশ আসন্ন বিশ্বকাপে বড় কিছুর স্বপ্ন দেখছে সেখানে আফগানদের কাছে ঘরের মাঠে এমন নাস্তানাবুদ হওয়ায় প্রশ্নের সুযোগ করে দিয়েছে। তবে পোথাসের প্রতিক্রিয়া দিয়ে যদি টিম ম্যানেজম্যান্টের অবস্থান পরিস্কার করা হয় তাহলে বলতে হবে, এমন হার তারা গায়ে মাখছেন না। সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ১৭ রানে হার। আর দ্বিতীয়টি বড় ব্যবধানে (১৪২) হারে লিটন দাসের দল। সাগরিকার পাড়ে যেখান আফগান ব্যাটসম্যানদের ব্যাটে ছুটেছে রানের ফোয়ারা সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে।

দ্বিতীয় ম্যাচে আফগান দুই ব্যাটসম্যানের সেঞ্চুরির বিপরীতে বাংলাদেশের একটি ফিফটি (মুশফিকুর রহিম, ৬৭)। সবমিলিয়ে অলআউট ১৮৯ রানে। আর প্রথম ম্যাচে একমাত্র ফিফটি তাওহীদ হৃদয়ের। ওপেনিং থেকে শুরু করে লেজের ব্যাটসম্যান, দুই ম্যাচেই ছিল ব্যর্থতার মিছিল। প্রশ্ন উঠে এক সিরিজ পর সাত নম্বরে ব্যাটিং করা আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে। গুরুত্বপূর্ণ এই পজিশনে দুই ম্যাচেই ব্যর্থ আফিফ। প্রথম ম্যাচে চার ও দ্বিতীয় ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। আফিফের ব্যর্থতায় নাম আসে দলে সুযোগ হারানো মাহমুদউল্লাহ রিয়াদের। আফিফের প্রতি ভরসা দেখিয়ে পোথাস বল ঠেলে দিলেন নির্বাচকদের কোর্টে।

এই প্রশ্ন নির্বাচকদের জন্য। আমার জন্য না। আফিফ দুই ম্যাচ খেলেছে। আমরা যদি সব সময় বাদ দেওয়া এবং পরিবর্তন করতে যাই তাহলে খেলোয়াড়রা চাপ অনুভব করবে। ক্রিকেটারদের উপর বিশ্বাস রাখতে হবে। সাত নম্বর স্থানটি বিভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে দলের ভারসাম্যের উপর ব্যাপকভাবে নির্ভরশীল হতে চলেছে। এটা ম্যাচ বাই ম্যাচের বিষয়। প্রশ্নটা নির্বাচকদের। শুধু তাই নয়, পোথাস মনে করেন না কোনো ব্যাটসম্যান এমন পারফর্ম্যান্সে খুশি। আফিফের প্রতি আস্থা রেখে পোথাসের উত্তর, ‘কোন ব্যাটসম্যান বলতে পারবে না যে সে এই ফলাফলে খুশি। ব্যাটসম্যান হিসেবে আফিফকে নিয়ে আমি খুশি। সে একজন মান-সম্পন্ন ব্যাটসম্যান।’

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ