1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
তৃতীয় ওয়ানডেতে দল থেকে বাদ পড়লেন লিটন দাস - DeshBideshNews
November 25, 2024, 12:33 am
 

তৃতীয় ওয়ানডেতে দল থেকে বাদ পড়লেন লিটন দাস

  • Update Time : Saturday, March 16, 2024
  • 90 Time View
তৃতীয় ওয়ানডেতে দল থেকে বাদ পড়লেন লিটন দাস

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়ায় তৃতীয় ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। তার বদলে দলে নেওয়া হয়েছে কিপার ব্যাটার জাকের আলি অনিককে।

শনিবার (১৬ মার্চ) সকালে সংবাদ বিজ্ঞপ্তি জানিয়ে তৃতীয় ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তাতে লিটনকে বাদ দেওয়ার কথা স্পষ্টভাবে লেখা হয়েছে। ১৫ জনের দলে নেওয়া হয়েছে জাকেরকে, যিনি মূলত নিচের দিকের ব্যাটার। স্কোয়াডে আর কোন বদল নেই।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন সাদা বলে খারাপ করাতে বাদ দেওয়া হয়েছে লিটনকে, ‘সাদা বলে লিটনের সাম্প্রতিক পারফরম্যানের কারণে আমরা এই বদল করছি। দলে যেহেতু আরও দুজন ওপেনার আছেন সেই চিন্তা করেছি।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন সাদা বলে খারাপ করাতে বাদ দেওয়া হয়েছে লিটনকে, ‘সাদা বলে লিটনের সাম্প্রতিক পারফরম্যানের কারণে আমরা এই বদল করছি। দলে যেহেতু আরও দুজন ওপেনার আছেন সেই চিন্তা করেছি।

জাকেরকে দলে নেওয়ার ব্যাপারে লিপু বলেন, ‘সিরিজ যেহেতু সমতায় আছে, আমরা বিশ্বাস করি জাকের যুক্ত হলে দলের মিডল অর্ডারে আরও ফ্লেক্সিবিলিটি তৈরি হবে।

মিডল অর্ডারের বিবেচনায় জাকেরকে নেওয়া হলেও আসলে মিডল অর্ডারে দলে তেমন সংকট নেই। পাঁচে মাহমুদউল্লাহ, ছয়ে মুশফিকুর রহিম ভালো করছেন। এরপর মেহেদী হাসান মিরাজ ও বোলারদের জায়গা। ২৬ পেরুনো জাকের টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করেছেন। লিস্ট-এ সংস্করণে ৩৫ গড়ে ২ হাজার রান আছে তার।

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লা, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, জাকের আলি অনিক।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ