দেশ-বিদেশ নিউজ ডেস্ক : তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন। বাংলাদেশ দল হয়ে যায় নেতাহীন। একদিনের ব্যবধানে আফগানিস্তান সিরিজের অধিনায়কের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সহ-অধিনায়ক লিটন দাস নেতৃত্ব দেবেন সিরিজের বাকি দুই ম্যাচে। শুক্রবার বাংলাদেশ দলের অনুশীলন চলাকালীন লিটনের নাম ঘোষণা করা হয়। এর আগে তাকে এই সিরিজের জন্য সহ-অধিনায়ক করা হয়েছিল।
বিসিবির ঘোষণার মিনিট কয়েকের মধ্যে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে লিটন জানালেন তামিম হুট করে অবসরে চলে যাওয়ায় দলের পরিবেশে কোনো প্রভাব পড়বে না। আগের মতোই থাকবে।উনি আগের ম্যাচে ছিলেন, এই ম্যাচে নেই। সামহাউ যদি ইনজুরি হতো আমরা কিন্তু উনাকে ছাড়া খেলতাম। আমার কাছে মনে হয় না এরকম কিছু পরিবর্তন (পরিবেশে) আসবে। আগের মতোই থাকবে সব কিছু’-দলে কোনো প্রভাব পরবে কি না এমন প্রশ্নে এভাবে উত্তর দিয়েছেন লিটন।
গতকাল সংবাদ সম্মেলনে তামিম অবসরের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনের কিছুক্ষণ আগে লিটনরা জানতে পারেন। তামিম তাদের মেসেজ দিয়ে জানিয়েছেন। লিটন জানিয়েছন, তামিমের নেওয়া সিদ্ধান্তকে তারা সম্মান করেন। আগামীকাল (শনিবার) দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুপুর ২টায় খেলাটি শুরু হবে। বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে। সিরিজে ফেরার জন্য আগামীকাল জয়ের কোনো বিকল্প নেই। লিটনেরও নজর সেই দিকে।