দেশ-বিদেশ নিউজ ডেস্ক : এক প্রান্তে তানজীদ হাসান তামিম, আরেক প্রান্তে লিটন দাস একের পর এক নান্দনিক শট খেলে যাচ্ছেন আর বাংলাদেশের ডাগআউটে স্বস্তির নিঃশ্বাস, আনন্দের বন্যা। ভাবনা আসতে পারে এটি স্রেফ একটি প্রস্তুতি ম্যাচ, এত খুশি হওয়ার কী? কিন্তু যে ওপেনিং নিয়ে বাংলাদেশ ভুগছে ম্যাচের পর ম্যাচ, সব শেষ এশিয়া কাপ থেকে শুরু করে নিউ জিল্যান্ড সিরিজ, সেই ওপেনিংয়ে তরুণ তানজীদের সঙ্গে অভিজ্ঞ লিটনের রানে ফেরার ইঙ্গিত বিশ্বকাপের আগে বাংলাদেশ শিবিরে এনে দেবে নিশ্চিত স্বস্তির হাওয়া। তানজীদের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৪ রান। আর লিটন করেন মাত্র ৫৬ বলে ৬১ রান।
এর আগে সবশেষ ১০ ম্যাচে লিটনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ অপরাজিত ৫৩। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা এই ব্যাটার ব্যাটও ভাঙেন হতাশায়। প্রস্তুতি ম্যাচে ছন্দে ফেরা লিটন যেন বড় স্বস্তির বিষয়। অন্যদিকে এশিয়া কাপে শূন্যতে ক্যারিয়ার শুরু করা তানজিদ ছিলেন দুর্দান্ত। পরের তিন ম্যাচেও রান না পাওয়ায় অনেকে ফেলে দিয়েছিলেন বাতিলের খাতায়। নান্দনিক সব শটে জানান দিয়েছেন রান করা শুধু সময়ের ব্যাপার।
১৩ ম্যাচ পর বাংলাদেশের ওপেনিং জুটি শতরানের ঘর পেরোয়া। তাতে ভর করে তিনে নামা মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত ফিফটি আর মুশফিকুর রহিমের সাবধানী ইনিংসে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে উড়িয়ে দেয় ৭ উইকেটে। বল হাতে ছিল ৬৪টি
সাকিবের চোটে অধিনায়ক হওয়া মিরাজ বল হাতে ব্যাট হাতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ৬৭ বলে ৬৪ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। সঙ্গে মুশফিক অপরাজিত ছিলেন ৩৪ রানে।
গৌহাটিতে শুক্রবার টস জিতে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা ২৬৩ রানে অলআউট হয়। রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৪২ ওভারে ৩ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।