দেশ-বিদেশ নিউজ ডেস্ক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে সফরকারী ভারতের কাছে বড় হারের শিকার হয়েছে বাংলাদেশ। ভারতের দেওয়া ৫১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টেস্টের পঞ্চম দিনে লাঞ্চ বিরতির আগেই ৩২৪ রানে গুটিয়ে গেছে টাইগাররা। ফলে ১৮৮ রানে টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। ৬ উইকেটে ২৭২ রান নিয়ে বাংলাদেশ আজকের খেলা শুরু করে।
সাকিব আল হাসান ৪০ ও মেহেদী হাসান মিরাজ ৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে। তবে সাকিবকে খুব বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ওয়ানডে সিরিজের নায়ক মিরাজ। ব্যক্তিগত ১৩ রানেই সিরাজের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর তাইজুল ইসলামকে নিয়ে ৩৭ রানের জুটি গড়েন সাকিব, যেখানে তাইজুলের অবদান মাত্র ৪। দুর্দান্ত ব্যাটিং করেও সেঞ্চুরিবঞ্চিত হয়েছেন সাকিব। ১০৮ বলে ৬টি ছক্কা ও ৬টি চারের সাহায্যে ৮৪ রানের ইনিংসে খেলেন এই অলরাউন্ডার। সাকিবের বিদায়ের কিছুক্ষণ পরই ৩২৪ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভারতের পক্ষে বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল ৪টি উইকেট শিকার করেছেন। এছাড়া কুলদীপ যাদবের শিকার ৩ উইকেট।
এই টেস্টে অলরাউন্ডার নৈপুণ্য প্রদর্শন করেছেন কুলদীপ। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৪০ রান করেছেন, দ্বিতীয় ইনিংসে অবশ্য ব্যাটিংই পাননি। আর বল হাতে দুই ইনিংস মিলিয়ে তাঁর শিকার ৮টি উইকেট। ম্যাচসেরার পুরস্কার তাঁর হাতেই ওঠেছে। দুই দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২২ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।