1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
কিউইদের ১৩৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ - DeshBideshNews
November 25, 2024, 12:45 pm
 

কিউইদের ১৩৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

  • Update Time : Saturday, December 9, 2023
  • 86 Time View
কিউইদের ১৩৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : চতুর্থ দিন বাংলাদেশ চেয়েছিল লম্বা সময় নিয়ে ব্যাটিং করতে। কিন্তু মিরপুরের উইকেটে যে সেটা সম্ভব নয়, হয়তো বুঝতে পেরেছিল বাংলাদেশ। তাই সকাল থেকে দ্রুত রান তোলার মনোভাবই দেখা যায় ব্যাটারদের মাঝে। তাতেও অবশ্য লাভ হয়নি।

হাতে ৮ উইকেট রেখে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ আজ টিকতে পারল মাত্র ২৭ ওভার। তাতে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ১৪৪ রানে। এই টেস্ট জিতে সিরিজ ড্র করতে নিউজিল্যান্ডের চাই ১৩৭ রান। দুই কিউই স্পিনার এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনার বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন।

এজাজ ৬টি ও স্যান্টনার ৩ উইকেট নিয়েছেন। বাংলাদেশের ইনিংসে বলার মতো স্কোর শুধু ওপেনার জাকির হাসানের। একের পর এক সঙ্গী হারানো জাকির নিজেই শেষ পর্যন্ত আউট হন ৫৯ রানে। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান এসেছে আগের দিন আউট হওয়া নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে।

তাইজুল ইসলাম ১৪ রানে অপরাজিত থেকেছেন। আজ ২ উইকেটে ৩৮ রান নিয়ে নামে বাংলাদেশ। ইনিংসজুড়ে নড়বড়ে মমিনুল এজাজের ভেতরে ঢোকা বল আড়াআড়ি খেলতে গিয়ে ১০ রানে এলবিডাব্লিউ হয়েছেন। অভিজ্ঞ মুশফিকুর রহিম এসে টিকেছেন স্রেফ ১২ বল। মিচেল স্যান্টনারের বলে তিনি স্লিপে ক্যাচ দিয়ে ৯ রানে ফিরেছেন।

তরুণ শাহাদাতও স্যান্টনারের শিকার। সোজা বলে এলবিডাব্লিউ হয়েছেন তিনি। ৮৮ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ এরপর দ্রুতই হারিয়েছে মিরাজ ও নুরুলকে। এখান থেকে শেষ তিন উইকেটে ৪৭ রান যোগ করে বাংলাদেশ। তাতে বোলারদের জন্য লড়াইয়ের পুঁজিটা একটু বেড়েছে। লক্ষ্য তাড়ায় মধ্যাহ্নভোজের বিরতির আগ পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৪ রান করেছে নিউজিল্যান্ড।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ