দেশ বিদেশ অনলাইন : কমনওয়েলথ গেমসের ২২তম আসরের পর্দা উঠছে যুক্তরাজ্যের বার্মিংহামের আলেকজান্ডার স্টেডিয়ামে। কমনওয়েলথ গেমসের প্রথম আসর বসেছিল ১৯২৩ সালে। ৯২ বছরের ইতিহাসে সপ্তমবারের মতো এ গেমসের আয়োজন করতে যাচ্ছে ব্রিটেন। কমনওয়েলথ গেমসের এ আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি ব্রিটেনের রানি এলিজাবেথ। বিশ্বের মোট ৭২ দেশের অংশগ্রহণে বার্মিংহামে বাংলাদেশের পতাকা বহন করবে ইমরান, আশিক, মাবিয়া আক্তার সীমান্তরা।
‘সবার জন্য খেলা’ মূলমন্ত্রে এবারের গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ইংল্যান্ড তথা যুক্তরাজ্যের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ফুটিয়ে তোলা হবে। গেমসের রীতি অনুযায়ী রানি এলিজাবেথের উদ্বোধন করার কথা থাকলেও তিনি আসছেন না। রানির পরিবর্তে প্রিন্স চার্লস বার্মিংহাম গেমসের উদ্বোধন করার জন্য থাকছেন।
১৯ ডিসিপ্লিনে ২৮০টি স্বর্ণের লড়াইয়ে ৭২ দেশের প্রায় ৫ হাজার ৫৪ ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন এবারের গেমসে। অ্যাথলেটিক্স, বক্সিং, জিমন্যাস্টিকস, সাঁতার, ভারোত্তোলন, কুস্তি ও টেবিল টেনিস- এই ৭ ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বাংলাদেশ। ২৯ জন ক্রীড়াবিদ ও ২১ জন অফিসিয়াল নিয়ে ৫০ সদস্যের বাংলাদেশ কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু। গেমসে লাল সবুজের পতাকা থাকবে সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তের হাতে।
১৯৩০ সালে কানাডার হ্যামিল্টনে এককালের ব্রিটিশ রাজ্যভুক্ত ১১টি দেশের অংশগ্রহণে শুরু হয় কমনওয়েলথ গেমসের। যেখানে অংশ নেয় ৪০০ অ্যাথলেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে গেমসটি আয়োজিত হয়নি। এরপর থেকে ফের নিয়মিত সেটি আয়োজিত হয়ে আসছে। এই নিয়ে ৭ম বারের মতো কমনওয়েলথ গেমসের আসর বসছে যুক্তরাজ্যে।
১৯৩৪ সালে প্রথমবারের মতো যুক্তরাজ্যের মাটিতে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়; সেবার আয়োজক ছিল লন্ডন। এরপর ১৯৫৮ সালে কার্ডিফ, ১৯৭০ এবং ১৯৮৬ সালে এডিনবরা, ২০০২ সালে ম্যানচেস্টার এবং ২০১৪ সালে গ্লাসগোতে অনুষ্ঠিত হয় এই আসর। বার্মিংহাম আসরের আগে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত হয় সব শেষ আসর।