মো: তালহা, ক্রীড়া সম্পাদক (দেশ-বিদেশ নিউজ) : বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। এশিয়ান ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টে বাংলাদেশকে স্বর্ণ জিতিয়েছিলেন। এবার এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠেছেন ইমরান। ২৫তম এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান আজ (বৃহস্পতিবার) ১০০ মিটার স্প্রিন্টে অংশগ্রহণ করে হিটে ১০.২৫ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করেছেন। ৩ নাম্বার লেনে দৌড়ে হিটে তিনি দ্বিতীয় হয়েছেন । ইমরান জাতীয় রেকর্ড গড়েছেন, ২০২২ সালে জাতীয় সামার অ্যাথলেটিক্সে নিজেরই সেরা টাইমিং ছিল ১০.২৯ সেকেন্ড।
এশিয়ান অ্যাথলেটিক্সের সেমিফাইনালে বাংলাদেশ কখনো সেমিফাইনালে উঠেনি। ইমরান বাংলাদেশকে এমন গর্বের উপলক্ষ এনে দিলেন। আগামীকাল সকালে সেমিফাইনালে অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল থেকে উত্তীর্ণ হতে পারলে বাংলাদেশ পদকের লড়াইয়ে নামবে।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন ইমরানের ওপর ভালো কিছু প্রত্যাশা করছে, ‘ইমরান আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে। ইনডোরের পাশাপাশি আউটডোরেও সে ভালো পারফর্মার এটাও প্রমাণ করছে’-থাইল্যান্ড থেকে বলছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। ইমরানের সেমিফাইনাল আগামীকাল (শুক্রবার) বিকাল ৩.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ভালো কিছু উপহার দেওয়ার জন্য ইমরান সকলের কাছে দোয়া চেয়েছেন।