দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ৩৮ বছর বয়সে এসেও রোনালদো যেন দুর্বার। ইউরোপ ছেড়ে এশিয়ার ফুটবলে এসেও আলো ছড়াচ্ছেন পর্তুগিজ এই তারকা। সৌদি আরবের ক্লাব আল নাসরের জার্সিতে নিয়মিত পাচ্ছেন গোলের দেখা। তাতে ২০২৩ সালে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে রোনালদো।
গত রাতে আল ইত্তিহাদের বিপক্ষে আল নাসরের ৫-২ গোলের জয়ের ম্যাচে জোড়া গোল করেন রোনালদো। দুটি গোলই করেছেন পেনাল্টি থেকে। ৬৮ মিনিটে করা দ্বিতীয় গোলটি রোনালদোকে নিয়ে যায় ২০২৩ সালের শীর্ষে। ৫৮ ম্যাচে ৫৩ গোল নিয়ে পর্তুগিজ তারকা ছাড়িয়ে যান হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পেকে।
৫৩ গোলের মধ্যে ক্লাবের জার্সিতে রোনালদো করেছেন ৪৩টি। লিগে ৩৩ ম্যাচে ৩৩ এবং অন্যান্য প্রতিযোগিতায় ১৭ ম্যাচে করেছেন ১০ গোল। পর্তুগাল জাতীয় দলের হয়ে করেছেন ১০ গোল, সবগুলোই ইউরো বাছাইয়ে। ৫২ গোল নিয়ে পরের দুই অবস্থানে আছেন হ্যারি কেইন ও পিএসজি।
কিন্তু বায়ার্ন মিউনিখ ও পিএসজির এ বছরে কোনো ম্যাচ না থাকায় রোনালদোকে টপকানোর কোনো সুযোগ নেই। ৫০ গোল নিয়ে চতুর্থ স্থানে আছেন আর্লিং হালান্ড। এ বছর আরো দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন ম্যানচেস্টার সিটির এই তারকা ফরোয়ার্ড। আর আল নাসরের ম্যাচ আছে একটি। রোনালদোরও সুযোগ থাকছে নিজের গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার।