1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমাদ ওয়াসিমের - DeshBideshNews
November 24, 2024, 9:22 pm
 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমাদ ওয়াসিমের

  • Update Time : Friday, November 24, 2023
  • 92 Time View
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমাদ ওয়াসিমের

দেশ বিদেশ নিউজ ডেস্ক : গত এপ্রিলেও পাকিস্তান জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন। আজ হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

৩৪ বছর বয়সী ইমাদ পাকিস্তানের হয়ে ৫৫ ওয়ানডে আর ৬৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। মূলত বাঁহাতি স্পিনার হলেও লোয়ার অর্ডারে তার ব্যাটিংয়ে ভরসা করতো পাকিস্তান।

অবসর প্রসঙ্গে টুইটারে ইমাদ লিখেছেন, ‘আমার আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক ভেবেছি। অবশেষে আমি একটা উপসংহারে আসতে পেরেছি যে, এখনই সঠিক সময়। বছরজুড়ে আমাকে সমর্থন দেওয়ার জন্য আমি পিসিবিকে ধন্যবাদ জানাই। পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে পারা আসলেই অনেক গর্বের ছিল।

পাকিস্তান দলে নতুন কোচ, নতুন অধিনায়ক এসেছেন। তাদেরও শুভকামনা জানিয়েছেন ইমাদ। এই পর্যায়ে আসার পেছনে অবদান রাখায় ধন্যবাদ জানিয়েছেন ভক্ত-সমর্থক এবং পরিবার ও বন্ধুবান্ধবদের।

২০০৬ সালে যুব বিশ্বকাপ জয়ের মাধ্যমে ক্যারিয়ারে বাঁকবদল আসে ইমাদের। ২০০৮ সালে একই টুর্নামেন্টে দলকে নেতৃত্বও দিয়েছেন। তবে পাকিস্তান জাতীয় দলের হয়ে অভিষেক হতে ২০১৫ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ইমাদকে। সাঈদ আজমল নিষেধাজ্ঞায় পড়ার পর জাতীয় দলে সুযোগ মেলে তার।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ