1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
আজ আবারও ভারত পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ - DeshBideshNews
November 24, 2024, 4:54 pm
 

আজ আবারও ভারত পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ

  • Update Time : Sunday, September 4, 2022
  • 218 Time View
আজ আবারও ভারত পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : রাজনৈতিক বৈরিতার কারণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষীয় সিরিজ হয় না। ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত ভারত-পাকিস্তান লড়াই তাই দেখা যায় কালেভদ্রে। কিন্তু এবারের ‘এশিয়া কাপ নাকি ভারত-পাকিস্তান সিরিজ হিসেবেই হাজির হয়েছে ক্রিকেট প্রেমীদের কাছে। এমনভাবে সূচি নির্ধারণ করা হয়েছে দুই দল যদি ফাইনাল পৌঁছায় তাহলে মুখোমুখি হবে তিনবার। এটা তো ‘তিন ম্যাচের সিরিজই’ বটে।

এশিয়া কাপে সুপার ফোরে আজ আবারও মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বের দেখায় ৫ উইকেটে হারের পর এই ম্যাচে বদলা নেওয়ার পালা বাবর আজমদের। ফাইনালে এগিয়ে থাকলেও এই ম্যাচ জয়ের বিকল্প নেই। তাই ভারতকে ভোগাতে হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদবের উইকেট দ্রুত নিতে চায় পাকিস্তান, এমনটাই বললেন পেসার হারিস রউফ।

ভারতীয় ব্যাটিং লাইনআপকে দুর্বল করতে এই দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেওয়া হবে সবচেয়ে সেরা উপায় মনে করেন হারিস। কারণ দুজনেই ফর্মে আছেন। হারিস বলেছেন, তাদের দুজন প্রধান খেলোয়াড় সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। তাদের দলকে ভোগাতে আমাদের পরিকল্পনা হলো দ্রুত এই দুটি উইকেট নেওয়া। তারা রান করার আগে সময় নেয় এবং আমরা চেষ্টা করবো সেই সময়টা তাদের না দিতে। তাদের উইকেট দ্রুত নিতে পারা হবে আমাদের জন্য সবচেয়ে ভালো।

পাকিস্তানের জন্য তাই সুপার ফোর পর্বের লড়াইটি এক অর্থে প্রতিশোধের। এমনিতেই মর্যাদার লড়াই। তার ওপর এক সপ্তাহ আগে হার। পাকিস্তান চাইবে যে করেই হোক প্রতিশোধ নিতে।

সাম্প্রতিক ফর্মের বিচারে অবশ্য এগিয়ে রয়েছে ভারতই। গ্রুপপর্বে দুই ম্যাচই জিতে (পাকিস্তান আর হংকং) ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে রোহিত শর্মার দল নিশ্চিত করেছে শেষ চার। হংকংকে গ্রুপপর্বে ভারত হারায় ৪০ রানে। সেই তুলনা করলে অবশ্য পাকিস্তান নিজেদের এগিয়ে রাখতে পারে। হংকংকে তারা রীতিমত বিধ্বস্ত করে পা রেখেছে সুপার ফোরে।

শুক্রবার রাতে হংকংকে মাত্র ৩৮ রানে গুটিয়ে দিয়ে ১৫৫ রানের জয় তুলে নেয় পাকিস্তান। ফলে প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও ‘এ’ গ্রুপে রানার্সআপ হিসেবে সুপার ফোরের টিকিট পেয়ে যায় বাবর আজমের দল।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ