1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
১৩ হুতি বিদ্রোহীকে মুক্তি দিল সৌদি আরব - DeshBideshNews
November 28, 2024, 4:43 pm
 

১৩ হুতি বিদ্রোহীকে মুক্তি দিল সৌদি আরব

  • Update Time : Sunday, April 9, 2023
  • 90 Time View
১৩ হুতি বিদ্রোহীকে মুক্তি দিল সৌদি আরব

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ১৩ জন ইয়েমেনি হুতি বিদ্রোহীকে মুক্তি দিয়েছে সৌদি আরব। বন্দিবিনিময় চুক্তির আওতায় তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইয়েমেনের বহু বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে ওমানি কর্মকর্তারা ইয়েমেনের রাজধানী সানায় পৌঁছার পর গতকাল শনিবার এই মুক্তির খবর পাওয়া গেল।

আজ রবিবার কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে। হুতি নেতা আবদুল কাদের আল মুরতাবা বলেন, বন্দিবিনিময় চুক্তির আওতায় আগেই এক সৌদি বন্দিকে মুক্তি দিয়েছিল ইয়েমেন। তার বিনিময়ে গতকাল শনিবার ওই ১৩ হুতি বিদ্রোহীকে মুক্তি দিল সৌদি আরব। তিনি বলেন, আমরা আশা করি দুই দেশের মধ্যে এ বন্দিবিনিময় প্রক্রিয়া অব্যাহত থাকবে।

গতকাল শনিবার ইয়েমেনের সরকার জানিয়েছে, ৮৮৭ জন হুতি বিদ্রোহীকে মুক্তি দেওয়ার কথা থাকলেও সৌদি কর্তৃপক্ষ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এ প্রক্রিয়া বন্ধ রেখেছে।

জাতিসংঘের মধ্যস্থতায় গত বছর সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে বন্দিবিনিময় চুক্তি হয়েছে। এতে বলা হয়, দুই দেশের মধ্যে দুই হাজার বন্দিবিনিময় হবে। ২০২২ সালের এপ্রিল মাসের প্রথম দিকে ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর দুই দেশের মধ্যে কিছুসংখ্যক বন্দিবিনিময়ের পর আবার দেশ দুটি সংঘাতে জড়িয়ে পড়লে বন্দিবিনিময় চুক্তি মুখ থুবড়ে পড়ে।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইরানপন্থী হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় সৌদি আরব।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ