1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের সেনা ঘাঁটিতে হামলা - DeshBideshNews
November 27, 2024, 6:46 pm
 

সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের সেনা ঘাঁটিতে হামলা

  • Update Time : Saturday, May 27, 2023
  • 88 Time View
সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের সেনা ঘাঁটিতে হামলা

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : আল-শাবাব যোদ্ধারা শুক্রবার সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের সামরিক ঘাঁটিতে উগান্ডার সেনাদের আবাসনে হামলা চালিয়েছে। এ সময় ভয়ানক বন্দুক যুদ্ধ চলে। হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি। আল-কায়েদা-সংশ্লিষ্ট আল-শাবাব গোষ্ঠী এই হামলার দাবি করেছে। স্থানীয় বাসিন্দারা এবং একজন সোমালি সামরিক কমান্ডার এএফপি’কে জানিয়েছেন, রাজধানী মোগাদিসু থেকে ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে বুলো মারি সামরিক ঘাটিতে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি চালিয়ে দেয় এবং বন্দুক হামলা চালায়।

এটিএমআইএস নামে পরিচিত আফ্রিকান ইউনিয়ন (এইউ) বাহিনীর সমর্থনে সরকারপন্থী বাহিনী গত আগস্টে বিদ্রোহী আল-শাবাবের বিরুদ্ধে অভিযান শুরু করে। ১৫ বছরেরও বেশি সময় ধরে হর্ন অফ আফ্রিকা অঞ্চলে আল শাবাব অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আসছে। এটিএমআইএস বলেছে, বুলো মারের ক্যাম্পটিতে আল-শাবাব গাড়িতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (ভিবিআইইডি) এবং আত্মঘাতি হামলাকারীদের সহায়তায় ভোর ৫টায় এই হামলা চালায়। এটিএমআইএস এক বিবৃতিতে বলেছে, ‘তাদের এভিয়েশন ইউনিট এবং সহযোগীদের শক্তি বৃদ্ধি করে আল শাবাবের হামলা প্রতিরোধ করেছে।’

এটিএমআইএস-এর অংশ হিসেবে সোমালিয়ায় অবস্থানরত উগান্ডার সেনাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সের মুখপাত্র ফেলিক্স কুলাইগিয়ে এক বিবৃতিতে বলেছেন, সামরিক বাহিনী ঘটনা তদন্ত করে বিবরণ প্রকাশ করবে। পূর্ববর্তী এএমআইএসওএম (আফ্রিকান ইউনিয়ন মিশন ইন সোমালিয়া) ফোর্সের চেয়ে শক্তিশালী এটিএমআইএস বাহিনীতে ২০ হাজার সৈন্য রয়েছে। বাহিনীটিতে উগান্ডা, বুরুন্ডি, জিবুতি, ইথিওপিয়া এবং কেনিয়ার সৈন্য রয়েছে। তাদের দক্ষিণ ও মধ্য সোমালিয়ায় সেনা মোতায়েন করা হয়েছে। এর লক্ষ্য ২০২৪ সালের মধ্যে সোমালিয়ার সেনাবাহিনী এবং পুলিশের কাছে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করা।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ