1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
সুদানে দুইদিনের সংঘর্ষে নিহত ১৫০ - DeshBideshNews
November 26, 2024, 9:30 am
 

সুদানে দুইদিনের সংঘর্ষে নিহত ১৫০

  • Update Time : Saturday, October 22, 2022
  • 90 Time View
সুদানে জমি নিয়ে বিরোধ

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সুদানের দক্ষিণাঞ্চলীয় ব্লু নীল রাজ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর মানুষদের সংঘর্ষে ১৫০ জনের মতো নিহত হয়েছেন। সম্প্রতি সংঘর্ষ ও রক্তপাতের ঘটনা বেড়ে গেছে রাজ্যটিতে। সংঘর্ষে অনেক মানুষ নিহত হওয়ার প্রতিবাদে রাজ্যটির রাজধানী দামাজিনের রাস্তায় বের হন সর্বস্তরের মানুষ। এসব ঘটনার তীব্র নিন্দা জানান তারা।

ওয়াদ আল-মাহি হাসপাতালের প্রধান আব্বাস মুসা জানান, গত বুধবার ও বৃহস্পতিবার, দুই দিনে সংঘর্ষে নিহতদের মধ্যে নারী-শিশু, এমনকি বয়স্ক মানুষরাও রয়েছেন। সহিংসতায় আরও ৮৬ জন আহত হন বলেও জানান তিনি। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সুদানে সহিংসতা ও রক্তপাত সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে এবং এরই প্রতিবাদে বৃহস্পতিবার ব্লু নাইল প্রদেশের রাজধানী দামাজিনের রাস্তায় নামে বহু মানুষ। এসময় তারা এই ধরনের লড়াই-সংঘাতের নিন্দা জানিয়ে স্লোগান দেয়।

গত জুলাই মাসে হাউসা ও বার্তা নামে দুটি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর মানুষদের মধ্যে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার, হাউসার একটি দল বলছে যে তারা গত দুই দিন ধরে ভারী অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তবে হামলার জন্য কোনও নির্দিষ্ট গোষ্ঠীকে দায়ী করেনি তারা। একটি বিবৃতি জারি করে তারা ‘হাউসার গণহত্যা ও জাতিগত নিধন’ বন্ধ করার আহ্বান জানিয়েছে। সুদানি সমাজের মধ্যে এই আদিবাসী গোষ্ঠী দীর্ঘকাল ধরে প্রান্তিক হয়ে পড়েছে।

ব্লু নীল রাজ্যে ডজনখানেক এমন ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর লোকজন রয়েছে। প্রায়ই তাদের মধ্যে জাতিগত দাঙ্গা দেখা দেয়। জাতিসংঘের ওই সংস্থাটি বলছে, এক হাজার ২০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে সেখান থেকে সম্প্রতি।

বৃহস্পতিবার, প্রতিরোধ কমিটি নামে পরিচিত সুদানের একটি তৃণমূল গণতন্ত্রপন্থি গোষ্ঠী ব্লু নীল রাজ্যে নিরাপত্তার অভাবের জন্য দেশটির সামরিক শাসকদের দায়ী করেছে। এসব প্রান্তিক গোষ্ঠীকে সুরক্ষা না দেওয়ার অভিযোগও এনেছে তারা।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ