দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সিরিয়ার আলেপ্পোতে স্থানীয় সময় রবিবার একটি আবাসিক ভবন ধসে অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। সেখান থেকে চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এপি জানিয়েছে, আলেপ্পোর শেখ মাকসুদ জেলার পাঁচতলা ওই ভবনটি ধসে পড়ার কারণ ব্যাখ্যায় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বেশ কিছুদিন ধরে পানি চুইয়ে চুইয়ে পড়ার কারণে ভবনটির ভিত্তিকাঠামো দুর্বল হয়ে পড়েছিল।
সিরিয়ায় গৃহযুদ্ধের সময় দেশটির সরকারি বাহিনী ও তাদের মিত্র রাশিয়া আকাশ থেকে বোমা ফেলে বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো নগরী ঝাঁজরা করে দিয়েছিল। গত কয়েক বছরে সিরিয়ার দ্বিতীয় বৃহৎ এই নগরীতে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে।
যেসব এলাকায় বিদ্রোহীরা এখনো সক্রিয় সেসব জেলাগুলোতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারি পরিষেবা প্রদান বন্ধ রেখে স্থানীয়দের শাস্তি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন বিরোধীরা। অনেক জায়গায় স্থানীয়রা নিজেরাই উদ্যোগী হয়ে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ভবন মেরামত করে বসবাসের উপযোগী করার চেষ্টা করছেন বলেও জানা গেছে।