আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেন- আমাকে হত্যা করার চেষ্টা চলছে, হত্যাচেষ্টার প্রমাণসহ একটি ভিডিও আমার কাছে আছে, যদি আমার কিছু ঘটে যায়- তাই আমি দেশে ও দেশের বাইরে কারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তা যেন দেশবাসী জানতে পারেন, ষড়যন্ত্রকারীরা এখনো আমাকে হত্যা করার পরিকল্পনা করে যাচ্ছে এবং এ পরিকল্পনা দেশের ভেতরে ও বাইরে বসে করা হচ্ছে।
ইমরান খান গতকাল শনিবার পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরে তেহরিকে ইনসাফ পার্টি আয়োজিত এক বিশাল জনসমাবেশে ভাষণ দেন।
তিনি বলেন- হত্যার ষড়যন্ত্রে যুক্ত সবার নাম আমার কাছে আছে, আগেই এটা জানতাম, কয়েক দিন আগে সবটা জেনেছি, যদি আমার সঙ্গে কিছু ঘটে, তাই এর সঙ্গে দেশে ও দেশের বাইরে কারা জড়িত ছিল, পাকিস্তানিরা তা জানতে পারবেন।
তিনি আরও বলেন- তারা ( ষড়যন্ত্রকারীরা) ইমরান খানকে পথের বাধা মনে করে এবং তাই আমাকে সরিয়ে দিতে চায়। এ জন্য আমি ভিডিওটি ধারণ করেছি, কারণ, আমার মনে হয় এটা রাজনীতি নয়, এটা জিহাদ। আমি চাই যদি আমার সঙ্গে কিছু ঘটে তখন এই ষড়যন্ত্রের সঙ্গে কারা জড়িত, তা যেন সব পাকিস্তানি জানতে পারেন।
মেয়াদ শেষ হওয়ার আগেই অপসারিত ইমরান খান আরও বলেন- দেশকে লুণ্ঠনকারী ও লুটেরাদের থেকে মুক্ত করতে তিনি জাতির জন্য ত্যাগ স্বীকার করছেন।