1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
লিমান শহরে রুশ সেনাদের ঘিরে ফেলেছে ইউক্রেন বাহিনী - DeshBideshNews
November 26, 2024, 12:54 am
 

লিমান শহরে রুশ সেনাদের ঘিরে ফেলেছে ইউক্রেন বাহিনী

  • Update Time : Saturday, October 1, 2022
  • 117 Time View
লিমান শহরে রুশ সেনাদের ঘিরে ফেলেছে ইউক্রেন বাহিনী

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সম্প্রতি ইউক্রেনের ১৫ শতাংশ অঞ্চল রুশ ফেডারেশনের সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু যুদ্ধ ক্ষেত্রে এখনো বিপর্যয়ের মুখে রুশ সেনারা। কিয়েভের দাবি, শনিবার লিমান অঞ্চলে হাজার হাজার রুশ সেনাকে ঘিরে ফেলেছে তাদের সেনারা। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের খেরসন, জাপোরঝিয়া, লুহানস্ক এবং দোনেৎস্ক অঞ্চল চারটিকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করেন প্রেসিডেন্ট পুতিন। পুতিনের এই কার্যক্রমের নিন্দা জানিয়েছে কিয়েভসহ পশ্চিমা মিত্ররা। বিশ্লেষকরা ধারণা করেছিলেন, এরপর লিমান নিয়ন্ত্রণে নেওয়া মস্কোর জন্য বড় চ্যালেঞ্জের হবে।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র বলেন, রুশ সেনাদের সাফল্য অর্জনের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। সাক্ষাৎকারে লিমান শহরের গুরুত্ব নিয়েও কথা বলেন তিনি। শহরটি ইউক্রেনের সেনারা দখল করতে পারলে ক্রেমিনা ও সেভরোদোনেৎস্ক শহরে অগ্রসর হওয়া তাঁদের জন্য সহজ হবে। বর্তমানে শহর দুটিতে রুশ সেনাদের শক্ত ঘাঁটি আছে।

এক ইউক্রেনীয় সেনা বলেছেন, গতকাল শনিবার আমরা আমাদের রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করছি এবং এটি আমাদের জমিতে স্থাপন করছি। লিমান ইউক্রেনের থাকবে। লিমানে রাশিয়ার ৫ থেকে সাড়ে ৫ হাজার সৈন্য ছিল, কিন্তু হতাহতের কারণে ঘেরা সৈন্যের সংখ্যা কম হতে পারে বলে চেরেভাতি বলেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য জানায়নি।

রাশিয়ার সর্বশেষ অপারেশনাল আপডেট ছিল শুক্রবার সন্ধ্যায়। রাশিয়ান সামরিক ব্লগাররা বলেছেন, শহরের ক্ষতি হবে একটি গুরুতর ধাক্কা। এটা স্পষ্ট যে মস্কো শহরটি পরিত্যাগ করার এবং তার বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। কোনো পক্ষেরই যুদ্ধক্ষেত্রের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ