আন্তর্জাতিক ডেস্ক : আজ শনিবার (১২ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে- ফোনালাপের সময় ম্যাক্রোঁ পুতিনকে ইউক্রেনে সংঘাত বন্ধের কথা বলেছেন। তবে ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে- পুতিন এখনো যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত নয়।
এছাড়া ফোনে ইমানুয়েল ম্যাক্রোঁ ও ওলাফ শলৎস ইউক্রেনে যুদ্ধবিরতি দেওয়ার ফের আহবান জানিয়েছেন।