1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
রাশিয়া মানবতাবিরোধী অপরাধ করছে: যুক্তরাষ্ট্র - DeshBideshNews
November 27, 2024, 1:50 pm
 

রাশিয়া মানবতাবিরোধী অপরাধ করছে: যুক্তরাষ্ট্র

  • Update Time : Sunday, February 19, 2023
  • 85 Time View
রাশিয়া মানবতাবিরোধী অপরাধ করছে: যুক্তরাষ্ট্র

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করেছে যে ইউক্রেনে মানবতাবিরোধী অপরাধ করছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকেই হত্যা, নির্যাতন, ধর্ষণ এবং নির্বাসনের মতো জঘন্য অপরাধে রাশিয়াকে অভিযুক্ত করেছেন তিনি।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া বক্তব্যে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান কমলা হ্যারিস। সম্মেলনে কমলা হ্যারিস বলেন, ইউক্রেন সংঘটিত অপরাধের জন্য রাশিয়ার অপরাধীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। তাদের এমন কর্ম আমাদের মূল্যবোধ এবং মানবতার বিরুদ্ধে আক্রমণ। এ বিষয়ে আমাদের হাতে অনেক প্রমাণ রয়েছে।

বিবিসি জানায়, এবারের মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ আলোচনার প্রাধান্য পেয়েছে। সম্মেলনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ অনেক দেশের ক্ষমতাধর নেতারা উপস্থিত ছিলেন। এই সম্মেলন থেকে বিশ্ব নেতারা ইউক্রেনের প্রতি দীর্ঘ মেয়াদে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান কমলা হ্যারিস।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ