আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ নিয়ে ইতালির রাজধানী রোমে আমেরিকা ও চীনের শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তা বৈঠক করেছেন। এই বৈঠকে চীনের পক্ষ থেকে যোগ দেন দেশটির পররাষ্ট্রনীতি বিষয়ক শীর্ষ কর্মকর্তা ইয়ান জেইচি এবং আমেরিকার পক্ষ থেকে যোগ দেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান। ( খবর বিবিসি’র )
দুই ঘণ্টা ব্যাপী চলে দুই দেশের প্রতিনিধিদের এই বৈঠক। তবে বৈঠকের বিষয় ও ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে কোনো তথ্য দেয়া হয় নি।
ইউক্রেন ইস্যুতে এ পর্যন্ত নিজেকে নিরপেক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে চীন। কিন্তু ওয়াশিংটন ধারণা করছে, যেকোনো সময় রাশিয়ার পক্ষে অবস্থান নিতে পারে চীন।
মার্কিন একজন কর্মকর্তা দাবি করেছেন- চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছে রাশিয়া। এই দাবির পর ওয়াশিংটনের ধারণা জোরালো হয়েছে, যদিও চীন ওই দাবি নাকচ করেছে।
রোমের বৈঠক শেষে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বলেছেন- সুলিভান আমেরিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে চীনকে হুঁশিয়ার করেছেন।