1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
রাশিয়ার হামলায় ইউক্রেনের গোলাবারুদের গুদাম ধ্বংস - DeshBideshNews
November 24, 2024, 8:18 pm
 

রাশিয়ার হামলায় ইউক্রেনের গোলাবারুদের গুদাম ধ্বংস

  • Update Time : Sunday, August 21, 2022
  • 246 Time View
রাশিয়ার হামলায় ইউক্রেনের গোলাবারুদের গুদাম ধ্বংস

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : রাশিয়ার এক হামলায় ইউক্রেনের ওডেসা অঞ্চলে দেশটির একটি গোলাবারুদের গুদাম ধ্বংস হয়েছে। এটিতে যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেট ব্যবস্থা এবং অন্যান্য পশ্চিমা বিমান বিধ্বংসী ব্যবস্থায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের মজুত ছিল বলে দাবি মস্কোর। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এমন দাবি করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের কালিব্র ক্ষেপণাস্ত্র দিয়ে গোলাবারুদের গুদামটি ধ্বংস করে দেওয়া হয়েছে।

এছাড়া খেরসন অঞ্চলে দুইটি এম৭৭৭ হাউইটজার ধ্বংসের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, জাপোরিজ্জিয়া অঞ্চলে তারা ইউক্রেনের একটি জ্বালানি ডিপোও ধ্বংস করে দিয়েছে যেটিতে ১০০ টনেরও বেশি ডিজেল ছিল।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হয়। রয়টার্স জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা ইউক্রেনকে কয়েকশ’ কোটি ডলার মূল্যের অস্ত্রশস্ত্র সরবরাহ করেছে। এগুলোর মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং রকেট ব্যবস্থাও রয়েছে। কিয়েভের দাবি, যুদ্ধক্ষেত্রে এসব অস্ত্রের প্রভাব পড়তে শুরু করেছে। সংঘাত শুরুর পর থেকে রাশিয়ার অন্তত ৩০টি সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ রাখার স্থানে সফলভাবে হামলা চালানোর দাবি করেছে কিয়েভ। এসব হামলায় পশ্চিমাদের পাঠানো একাধিক মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ব্যবহার করা হয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ