আন্তর্জাতিক ডেস্ক : দেশবাসীকে যুদ্ধে নামার আহবান ও করণীয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার সাথে চলমান সংঘাত শুরুর পর জেলেনস্কির জনপ্রিয়তা তুঙ্গে ওঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে নতুন এক জনমত জরিপে। চলতি সপ্তাহের শেষ দিকে এ জরিপ করা হয়। তাতে দেখা যায়- গত বছরের ডিসেম্বরের চেয়ে ইউক্রেনের মানুষের কাছে জেলেনস্কির জনপ্রিয়তা তিন গুণ বেড়েছে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে- যুদ্ধ চলাকালে জেলেনস্কির জনপ্রিয়তা যাচাইয়ের জন্য জরিপটি করেছে রেটিং সোশিওলজিক্যাল নামের একটি গোষ্ঠী। তাতে দেখা যায়- জরিপে অংশ নেওয়া ৯১ শতাংশ মানুষ জেলেনস্কিকে সমর্থন করছেন। তাঁকে সমর্থন করেন না ৬ শতাংশ। আর ৩ শতাংশ সিদ্ধান্তহীনতায়।
রাশিয়ার মতো অতি বৃহৎ ও সামরিক ক্ষমতাধর এক দেশের আগ্রাসনের মুখে দেশকে রক্ষা করার দৃঢ়চেতা মনোভাবের কারণে তিনি প্রশংসা কুড়িয়েছেন। অনলাইনে এসে বারবার কিয়েভ ছেড়ে পালানোর অভিযোগ অস্বীকার করেছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র তাঁকে ইউক্রেন থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করে পাল্টা দেশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ ছাড়া রাশিয়া একাধিকবার দাবি করেছে জেলেনস্কি পালিয়েছেন। তবে তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত অবস্থান জানাচ্ছেন।
ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন- শুনুন, আমি এখানেই আছি। আমরা অস্ত্র ফেলে দেব না। আমরা আমাদের দেশকে রক্ষা করব। কারণ, আমাদের কাছে এখন আমাদের অস্ত্রই সত্য। একই সঙ্গে আমাদের ভূমি, আমাদের দেশ ও আমাদের সন্তান সত্য এবং আমরা এগুলোর সবকিছুকেই রক্ষা করব।