1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
রাজস্থানে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত, তিন গ্রামবাসী নিহত - DeshBideshNews
November 28, 2024, 2:37 am
 

রাজস্থানে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত, তিন গ্রামবাসী নিহত

  • Update Time : Monday, May 8, 2023
  • 82 Time View
রাজস্থানে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত, তিন গ্রামবাসী নিহত

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : রাজস্থানের একটি গ্রামে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। একটি বাড়ির ওপর আজ সোমবার যুদ্ধবিমানটি বিধ্বস্ত হলে ৩ নিহত ও ৩ আহত হয়েছে হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রযুক্তিগত ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটে। ভারতের রাজস্থানের হনুমানগড়ের পিলিবাঙ্গা এলাকায় বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি একটি নিয়মিত অনুশীলনের জন্য সুরতগড় বিমানঘাঁটি থেকে যাত্রা করেছিল। পাইলট একটি প্যারাশুটের সাহায্যে সময়মতো বিমানটি থেকে বের হতে সক্ষম হয়েছিল। তিনি নিরাপদে আছেন।

ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) বলেছে, পাইলটকে উদ্ধার করতে একটি হেলিকপ্টার পাঠানো হয়েছিল। তিনি সামান্য আহত হয়েছেন এবং দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক ওম প্রকাশ বলেছেন, ‘পাইলট হতাহতের ঘটনা এড়াতে সমস্ত প্রচেষ্টাই করেছিলেন এবং গ্রামের উপকণ্ঠে বিমানটিকে ক্র্যাশ-ল্যান্ড করেছিলেন।’

এর আগে জানুয়ারিতে দুটি আইএএফ ফাইটার জেট, একটি সুখোই সু-৩০ ও একটি মিরাজ ২০০০ যুদ্ধবিমান প্রশিক্ষণ অনুশীলনের সময় বিধ্বস্ত হয়। এই ঘটনায় একজন পাইলট নিহত হন। এদের মধ্যে একটি যুদ্ধবিমান মধ্যপ্রদেশের মোরেনায় বিধ্বস্ত হয় অন্যটি রাজস্থানের ভরতপুরে ১০০ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ