দেশ-বিদেশ নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এক স্কুলে বন্দুকধারীর গুলিতে ৩ শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ২৮ বছর বয়সী ওই বন্দুকধারীও নিহত হন। বন্দুকধারী স্কুলটির প্রাক্তন শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সময় সোমবার সকালে টেনেসির নাশভিল শহরের একটি বেসরকারি স্কুলে এ ঘটনা ঘটে। বন্দুকধারীর গুলিতে নিহত ৬ জনের মধ্যে ৩ শিশু স্কুলটির শিক্ষার্থী এবং বাকি ৩ জন স্কুলটির কর্মচারী ছিলেন।
নাশভিলের পুলিশপ্রধান জন ড্রেক সাংবাদিকদের জানান, তাৎক্ষণিকভাবে হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। তবে সন্দেহভাজন ওই হামলাকারী স্কুল ভবনটির প্রবেশপথসহ বিস্তারিত মানচিত্র এঁকেছিলেন। এছাড়া তিনি একটি ‘ইশতেহার’ ও অন্যান্য লেখা রেখে গেছেন। তদন্তকারীরা এগুলো এখন তদন্ত করছেন। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে স্কুলে এখন পর্যন্ত ৮৯টি গুলির ঘটনা ঘটেছে। এর আগে গত বছর যুক্তরাষ্ট্রজুড়ে ৩০৩টি এমন ঘটনা ঘটেছিলো।