দেশ-বিদেশ নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গুলিবর্ষণের ঘটনায় নয় জন নিহত হয়েছে। শনিবার স্থানীয় সময় রাত ১০টার পর লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৩ কিমি পূর্বে অবস্থিত মন্টেরি পার্ক শহরে ঘটনাটি ঘটে। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা একথা জানিয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মন্টেরি পার্ক শহরটিতে প্রচুর এশীয় বংশোদ্ভূত মানুষের বসবাস। এর জনসংখ্যা ৬০ হাজার।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের হত্যাকাণ্ড বিষয়ক গোয়েন্দারা মন্টেরি পার্ক পুলিশ বিভাগকে তদন্তে সহায়তা করছে। সেখানে নয়জন নিহত হয়েছে। ঘটনার আগে কয়েক হাজার মানুষ শহরের জনসমাগমের স্থানে চান্দ্র নববর্ষ উৎসবের জন্য জড়ো হয়েছিল। এবারই প্রথম ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সরকারিভাবে উৎসবটি পালিত হয়। এ ঘটনায় ঠিক কতজন গুলিবিদ্ধ হয়েছেন বা কেউ মারা গেছেন কি না তা তাৎক্ষণিকভাবে বলা হয়নি। সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলোতে এলাকায় বিশাল পুলিশ উপস্থিতি দেখা গেছে।
এর আগে একজন প্রত্যক্ষদর্শী লস অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকাকে বলেন, তিনজন লোক তার রেস্তোরাঁয় দৌড়ে এসে দরজা বন্ধ করে দিতে বলে। তারা জানান, আশপাশে মেশিনগানধারী এক লোক অবস্থান করছিল।