দেশ-বিদেশ নিউজে ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ দিকের অঙ্গরাজ্য আরকানসাসে স্থানীয় সময় শুক্রবার (৩১ মার্চ) আঘাত হেনেছে একটি শক্তিশালী টর্নেডো। এতে নিহত হয়েছেন অন্তত দুজন। দক্ষিণাঞ্চলীয় এ অঙ্গরাজ্যের গভর্নর সারাহ হুকাবে সান্ডার্স বলেছেন, এই টর্নেডোর কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন সাধারণ মানুষ।
টর্নেডো আঘাত হানার পর উদ্ধারকর্মীরা দ্রুত তাদের কার্যক্রম শুরু করে। গভর্নর সারাহ হুকাবায়ে স্যান্ডার্স টুইটারে জানিয়েছেন, পুলিশ ও জরুরি সেবাসমূহ দুর্গতদের সহায়তায় কাজ করছে। জাতীয় আবহাওয়া দপ্তর আরো ঝড়ের পূর্বাভাস দেওয়ায় তিনি বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ।
স্যান্ডার্স বলেছেন, মধ্য আরকানসাসে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, রাজ্যের রাজধানী লিটল রকের কাছে এ টর্নেডো আঘাত হানে। এতে গাছপালা উপড়ে গেছে এবং বাড়িঘর ধ্বংস হয়েছে। বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে ৭০ হাজারেরও বেশি লোক। তাৎক্ষণিক হতাহতের কোনো খবর জানা যায়নি। তবে স্থানীয় একটি হাসপাতাল থেকে বলা হয়েছে, তাদের এখানে আহত ব্যক্তিরা আসছেন। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আরকানসাস অঙ্গরাজ্যের সরকারি মুখপাত্র অ্যান্ড্রু কলিন্স টর্নেডোয় ক্ষতিগ্রস্ত এলাকার ছবি টুইটারে প্রকাশ করেছেন। ছবিতে দেখা গেছে, বিভিন্ন ভবনের অংশবিশেষ ভেঙে পড়েছে। রাস্তায় পড়ে রয়েছে ধ্বংসাবশেষ। এদিকে টর্নেডোর আঘাতে ইলিনয় অঙ্গরাজ্যে একটি থিয়েটার ভবনের ছাদ ধসে পড়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বিশেষ করে এর মধ্য ও দক্ষিণাঞ্চলে টর্নেডোর আঘাত একটি সাধারণ ঘটনা। গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে প্রাণঘাতী টর্নেডোর আঘাতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছিল।