1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
যুক্তরাষ্ট্রকে ‘অনাকাঙ্ক্ষিত পরিণতির’ হুমকি রাশিয়ার - DeshBideshNews
November 26, 2024, 8:04 pm
 

যুক্তরাষ্ট্রকে ‘অনাকাঙ্ক্ষিত পরিণতির’ হুমকি রাশিয়ার

  • Update Time : Thursday, December 15, 2022
  • 76 Time View
যুক্তরাষ্ট্রকে ‘অনাকাঙ্ক্ষিত পরিণতির’ হুমকি রাশিয়ার

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ইউক্রেনে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের যে কোনো চালান ‘অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে’ এবং বৈশ্বিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। বুধবার ওয়াশিংটনে রুশ দূতাবাস এক বিবৃতিতে এই হুমকি দিয়েছে। মঙ্গলবার সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছিল, বাইডেন প্রশাসন মস্কোর আক্রমণ মোকাবেলায় সহায়তা করার জন্য উন্নতমানের দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করছে।

রাশিয়ার দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘যদি এটি নিশ্চিত হয়, তবে আমরা (বাইডেন) প্রশাসনের আরেকটি উস্কানিমূলক পদক্ষেপের সাক্ষী হব, যা অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে।’এতে বলা হয়েছে, ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা ‘শুধুমাত্র জেলেনস্কি শাসনের দায়মুক্তির বোধকে শক্তিশালী করবে এবং একে বেসামরিকদের বিরুদ্ধে নতুন অপরাধের দিকে ঠেলে দেবে।’ যে চারটি ইউক্রেনীয় অঞ্চল রাশিয়া নিজের সঙ্গে সংযুক্ত করেছে বিবৃতিতে সেই অঞ্চলগুলোর বেসামরিক নাগরিকদের দিকে ইঙ্গিত করা হয়েছে।

বিবৃতিতে ইউক্রেনকে মার্কিন সহায়তার সমালোচনা করে বলা হয়েছে, ‘ওয়াশিংটনের কৌশল শুধুমাত্র রাশিয়া-আমেরিকান সম্পর্কেরই বড় ক্ষতি করবে না, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য অতিরিক্ত ঝুঁকি সৃষ্টি করবে।’

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ