1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
মালয়েশিয়ার আটক কেন্দ্রে ১ বছরে ১৫০ অভিবাসী মৃত্যু - DeshBideshNews
November 27, 2024, 2:27 pm
 

মালয়েশিয়ার আটক কেন্দ্রে ১ বছরে ১৫০ অভিবাসী মৃত্যু

  • Update Time : Thursday, February 23, 2023
  • 76 Time View
মালয়েশিয়ার আটক কেন্দ্রে ১ বছরে ১৫০ অভিবাসী মৃত্যু

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় গত বছর অভিবাসী আটক কেন্দ্রগুলোতে ১৫০ জন বিদেশি মারা গেছে। চলতি সপ্তাহে পার্লামেন্টে এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এ তথ্য জানিয়েছেন। সাইফুদ্দিন জানিয়েছেন, মারা যাওয়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সাত শিশু এবং ২৫ জন নারী ছিল। তবে তিনি মৃত্যুর কারণ বা আটক বিদেশিদের সংখ্যা প্রকাশ করেননি। গত জুলাইয়ে, মালয়েশিয়া বলেছিল যে তাদের আটক কেন্দ্রে ১৭ হাজার ৭০৩ জন বিদেশি রয়েছে।

এদিকে, মানবাধিকার গোষ্ঠীগুলো অভিবাসীদের মৃত্যুর কারণ এবং অভিবাসন কেন্দ্রগুলোর পরিস্থিতি তদন্ত করার আহ্বান জানিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপ-পরিচালক ফিল রবার্টসন বলেছেন, ‘অভিবাসন হেফাজতে শিশুসহ এত বেশি বিদেশি মারা যাওয়ার ঘটনাটি মালয়েশিয়ার তাদের মানবাধিকার রক্ষার ব্যর্থতার একটি ভয়াবহ অভিযোগ।’

বুধবার এক টুইটে তিনি লিখেছেন, ‘এক বছরে ১৫০ মৃত্যু। এখন প্রয়োজন স্বচ্ছ তদন্ত। অনুসন্ধানগুলো অবশ্যই জনসাধারণের কাছে প্রকাশ করা উচিত। পদক্ষেপ জরুরী এবং ব্যাপক হতে হবে। প্রতিকার খুঁজে বের করতে হবে এবং যারা মারা গেছে তাদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা উচিত। সরকারকে এখনই কাজ করতে হবে।’

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ