দেশ-বিদেশ নিউজ ডেস্ক : তুরস্ক সম্ভবত যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত থেকে সরে আসবে। দাম বেশি হওয়া এবং আধুনিক বিকল্প থাকায় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে আংকারা। তুরস্কের প্রেসিডেন্সির নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি পরিষদের সদস্য কার্গি ইরহান স্পুৎনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করতে পারবে না যুক্তরাষ্ট্র।
কার্গি ইরহান বলেছেন, ‘আমি মনে করি, ভূমিকম্পের পর এফ-১৬ কিনতে চাওয়া ছেড়ে দেবে তুরস্ক। কারণ এটি ২০ বিলিয়ন ডলার খরচের প্রকল্প। তিনি আরো বলেছেন, তুরস্ক সরকার এফ-১৬ চেয়ে ভুল করেছে। (মার্কিন) কংগ্রেস এখনো কিছু অজুহাতে এটি দিতে অস্বীকার করছে। বিমানটি পুরনো এবং অন্যান্য বিমানের বিরুদ্ধে প্রতিযোগিতামূলকও নয়।’