দেশ-বিদেশ নিউজ ডেস্ক : মঙ্গোলিয়ার রাজধানীতে একটি গাড়ি দুর্ঘটনায় গ্যাস বিস্ফোরণে ছয়জন নিহত ও ১৪ জন আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় সময় বুধবার (২৪ জানুয়ারি) এ ঘটনা ঘটে। মঙ্গোলিয়ান ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ৬০ টন তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী একটি ট্রাকের অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষে বিস্ফোরিত হয়।
মঙ্গোলিয়ান ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ) তাদের ওয়েবসাইটে আরো জানিয়েছে, প্রাথমিকভাবে তিনজন আগুনে পুড়ে নিহত হয়েছেন বলে জানা গেছে, এ ছাড়া আরো তিনজন দমকলকর্মী নিহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে ১৪ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে ১০ জন আগুনে পুড়ে গেছে এবং এক শিশু বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছে। তাদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে এবং আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের ফলে আশপাশে ক্ষয়ক্ষতির কারণে কিছু ভবন থেকে বেশ কয়েকজন বাসিন্দাকে অস্থায়ীভাবে সরিয়ে নেওয়া হয়েছে। ধ্বংসাবশেষ পরিষ্কার করার জন্য এলাকার চারপাশের রাস্তাগুলোও বন্ধ রয়েছে।