1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ভারতে ট্রাক্টর উল্টে ২৭ জন তীর্থযাত্রী নিহত - DeshBideshNews
November 26, 2024, 12:32 am
 

ভারতে ট্রাক্টর উল্টে ২৭ জন তীর্থযাত্রী নিহত

  • Update Time : Sunday, October 2, 2022
  • 113 Time View
ভারতে ট্রাক্টর উল্টে ২৭ জন তীর্থযাত্রী নিহত

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ভারতে তীর্থযাত্রী বোঝাই একটি ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে ২৭ জন নিহত হয়েছেন। শনিবার (১ অক্টোবর) উত্তর প্রদেশ রাজ্যের কানপুরে এ দুর্ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ২৭ জন তীর্থযাত্রী একটি ট্রাক্টরে করে মন্দির থেকে ফিরছিলেন। ট্রাক্টর-ট্রলিতে করে হিন্দু তীর্থযাত্রীরা চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (১ অক্টোবর) রাতে কানপুরের ঘাটমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি উন্নাওয়ের চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফিরছিল। কানপুরের কাছে পৌঁছালে সেটা নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ঘটনার পর দ্রুত উদ্ধার কাজে যোগ দেন স্থানীয়রা। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় আহতদের উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।

২৬ জন তীর্থযাত্রীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায় প্রাণ হারানো প্রত্যেক পরিবারকে দুই লাখ রূপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন তিনি।

এছাড়া আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। দুটি দুর্ঘটনায় হতাহতের ব্যাপারে শোক জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ