1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ভারতীয়দের কাশ্মিরে গিয়ে বিয়ে করার আহ্বান মোদির - DeshBideshNews
November 25, 2024, 9:47 am
 

ভারতীয়দের কাশ্মিরে গিয়ে বিয়ে করার আহ্বান মোদির

  • Update Time : Thursday, March 7, 2024
  • 109 Time View
ভারতীয়দের কাশ্মিরে গিয়ে বিয়ে করার আহ্বান মোদির

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ধনাঢ্য ভারতীয়দের কাশ্মিরে গিয়ে বিয়ে করার আহ্বান জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার কাশ্মিরের বাকসি স্টেডিয়ামে এক জনসভায় তিনি এ আহ্বান জানিয়েছেন। মোদি জনসভায় জানান, তার পরবর্তী লক্ষ্যই হল ‘বিবাহ করুন ভারতে।

ভারতীয়দের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘বিয়ে করতে বিদেশ গিয়ে দেশের অর্থ নষ্ট করবেন না। এখানেই অসংখ্য জায়গা আছে, কাশ্মির আছে, সেখানে বিয়ে করুন। কাশ্মির অসাধারণ সুন্দর। তিনদিনের জন্য এখানে বুক করুন। রাজকীয় বিলাসে বিয়ে করুন এবং সৌন্দর্য উপভোগ করুন। আর এতে জম্মু-কাশ্মিরের পর্যটনেরও উন্নতি হবে। এখানকার মানুষের জীবনযাত্রার উন্নতি হবে। পর্যটনে কাশ্মির ২০২৩ সালে সব রেকর্ড ভেঙে দিয়েছে। গত বছর কেন্দ্রশাসিত রাজ্যটিতে দুই কোটির বেশি পর্যটক গিয়েছেন।

কাশ্মিরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলের পক্ষেও সাফাই গেয়েছেন মোদি। ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা নিয়ে সরাসরি কংগ্রেসের নাম করে বলেন, ‘কাশ্মিরের মানুষকে ওরা বিপথে পরিচালিত করে আসছে। কিন্তু গোটা দেশ আজ ৩৭০ ধারা বিলোপের পক্ষে। কিছু পরিবারের স্বার্থের জন্য কাশ্মিরকে শৃঙ্খলিত করে রাখা হয়েছিল।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ