1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ব্রাজিলের ভূমিধস: মৃত্যু বেড়ে ৪৪, নিখোঁজ অনেক - DeshBideshNews
November 27, 2024, 2:39 pm
 

ব্রাজিলের ভূমিধস: মৃত্যু বেড়ে ৪৪, নিখোঁজ অনেক

  • Update Time : Thursday, February 23, 2023
  • 95 Time View
ব্রাজিলের ভূমিধস: মৃত্যু বেড়ে ৪৪, নিখোঁজ অনেক

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সাও সেবাস্তিয়াওতে পাহাড়ের নিচে ভূমিধসে ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।
চলতি সপ্তাহের ২০ ফেব্রুয়ারি ভারী বৃষ্টিপাতের কারণে ব্রাজিলের সাও পাওলোতে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছিল। তখন এই ঘটনায় কমপক্ষে ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। কিন্তু বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জন। আরো ৪০ জনের বেশি এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বিবিসির একটি প্রতিবেদনে।

এই ঘটনায় শতাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। স্থানীয়রা উদ্ধারকর্মীদের সঙ্গে উদ্ধারের কাজ করছে। স্থানীয়রা মনে করছেন, আনেক মানুষ মাটির নিচে চাপা পড়ে গেছে। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে বলে জানা গেছে।

সাও পাওলোর পূর্ব উপকূলীয় এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। এরপর পাহাড়ের ঢাল থেকে মাটি ও পাথরের স্রোতের কারণে ৭৫০ জনেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা, অবকাঠামো পুনরুদ্ধার এবং পুনর্গঠন কাজ শুরু করার জন্য পদক্ষেপ নিয়েছে ব্রাজিলের ফেডারেল সরকার। অন্যদিকে সাও পাওলো প্রদেশ সেখানকার ছয়টি শহরের জন্য ১৮০ দিনের বিপর্যয়কর সময় ঘোষণা করেছিল দেশটির সরকার।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ