দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ব্রাজিলের আমাজন বন উজাড় আগের বছরের ডিসেম্বরের তুলনায় ২০২২ সালের ডিসেম্বরে ১৫০ শতাংশ বেড়েছে। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর শাসনের শেষ মাসে এটি হয়েছে বলে সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
আলজাজিরার ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, স্যাটেলাইট থেকে পর্যবেক্ষণে দেখা গেছে- গত মাসে বিশ্বের বৃহত্তম রেইনফরেস্টের ব্রাজিলের অংশে ২১৮.৪ বর্গকিলোমিটার বনভূমি ধ্বংস হয়ে গেছে। আইএনপিই জানিয়েছে, ২০২১ সালের ডিসেম্বরে ব্রাজিলের অংশের আমাজনে ৮৭.২ স্কয়ার কিলোমিটার বন ধ্বংস করা হয়েছিল। সেই হিসাবে ২০২২ সালের ডিসেম্বরে বন ধ্বংসের পরিমাণ বেড়েছে ১৫০ শতাংশ। ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে জাইর বলসোনারো চরম সমালোচিত হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি তার স্থলাভিষিক্ত হয়েছেন প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা।
বলসোনারোর শাসনামলে আগের দশকের তুলনায় বনভূমি উজাড় বেড়ে যায় ৭৫.৫ শতাংশ। পরিবেশবাদী গোষ্ঠীগুলোর জোট ক্লাইমেট অবজারভেটরির নির্বাহী সেক্রেটারি মার্সিও অ্যাস্ট্রিনি একটি বিবৃতিতে বলেছেন, বলসোনারোর শাসনামল শেষ হতে পারে, কিন্তু তার রেশ দীর্ঘ সময় ধরে অনুভূত হতে পারে। গত আট বছরের মধ্যে ডিসম্বরে যে পরিমাণ বন উজাড় করা হয়েছে, তার মধ্যে অন্যতম তিনটি ডিসেম্বরের একটি গত বছরেরটি। এর আগে ২০১৭ ও ২০১৫ সালে রেকর্ড পরিমাণ বন উজাড় হয়েছে। ২০২২ সালের আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোপর মাসেও ব্যাপক পনিমাণ বন উজাড় হয়েছে।