দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ফিলিস্তিনি হামলা থেকে দেশের জনগণকে রক্ষা করতে ব্যর্থতার জন্য ইসরায়েলের সেনাবাহিনী একজন সিনিয়র কমান্ডার পদত্যাগ করেছেন।
তিনি ইসরায়েলের গাজা ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এভি রোজেনফিল্ড। রবিবার (৯ জুন) তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। খবর এনডিটিভি
এভি রোজেনফিল্ড বলেন, গত বছরের ৭ অক্টোবর গাজা সীমান্তে ইসরায়েলি এবং ইহুদি বসতকারীদের নিরাপত্তা দিতে না পারার ব্যর্থতায় আমি পদত্যাগ করছি। তিনি বলেন, প্রত্যাকেরই নিজের কাজের ব্যপারে দায়িত্বশীল হওয়া উচিৎ। ইসরায়েলি সেনাবাহিনীর ১৩৪তম ডিভিশন অর্থাৎ গাজা ডিভিশনের প্রধান হিসেবে আমি আমার দায়িত্ব এড়াতে পারি না। সেদিন হামাসের ওই ভয়াবহ হামলা ঠেকাতে না পারার ব্যর্থকে নিজের কাঁধে নিয়ে আমি পদত্যাগের গোষণা দিচ্ছি।
তবে, হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হয়ে পদত্যাগ করা তিনিই একমাত্র ইসরায়েলি সেনা কর্তকর্তা নন। এর আগে গত এপ্রিলে ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান আহারোন হালিভাও ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন।