1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বিপাকে নেতানিয়াহু, ইসরাইলে হাজারো মানুষের বিক্ষোভ - DeshBideshNews
November 26, 2024, 3:41 am
 

বিপাকে নেতানিয়াহু, ইসরাইলে হাজারো মানুষের বিক্ষোভ

  • Update Time : Sunday, November 19, 2023
  • 110 Time View
বিপাকে নেতানিয়াহু, ইসরাইলে হাজারো মানুষের বিক্ষোভ

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : হামাসের হাতে জিম্মিদের মুক্তির ব্যবস্থা করতে নেতানিয়াহুর ওপর চাপ বাড়ছে।গতকাল শনিবার (১৮ নভেম্বর) জিম্মিদের মুক্তির দাবিতে ইসরাইলের হাজার হাজার মানুষ জেরুজালেমে পদযাত্রা করেছেন।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, পাঁচদিন আগে শুরু করা জিম্মিদের স্বজন ও তাদের সমর্থকদের এই পদযাত্রা শনিবার জেরুজালেমে পৌঁছে। গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তির ব্যবস্থা করতে ইসরাইলের প্রধানমন্ত্রীকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। একইসঙ্গে জিম্মিদের মুক্তির ব্যবস্থা করতে নেতানিয়াহু সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছেন তারা।

জিম্মিদের স্বজন ও বন্ধুদের অনেকেরই আশঙ্কা, গাজায় হামাসকে ধ্বংস করতে ইসরাইল যে হামলা চালাচ্ছে, তাতে জিম্মিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাজায় ইসরাইলি বাহিনীর হামলা বন্ধের দাবিতে তেল আবিবেও বিক্ষোভ-সমাবেশ করেছে ইসরাইলের একটি রাজনৈতিক দল। গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছে তারা।

বিক্ষোভের আয়োজন করে হাদাস পার্টি। বামপন্থি সংগঠনটির বেশিরভাগ সদস্য আরব জনগোষ্ঠীর। গাজায় যুদ্ধবিরতির দাবি জানানোর পাশাপাশি সেখানে ইসরাইলের হামলার কারণে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন দলটির সদস্যরা।

হামাস এরইমধ্যে বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দিয়েছে। সম্প্রতি প্রথমে পাঁচদিনের যুদ্ধবিরতির বিনিময়ে ৭০ জন জিম্মিকে, পরে তিন দিনের যুদ্ধবিরতি দিলে ৫০ জন জিম্মিকে মুক্তির প্রস্তাব দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে এতে সাড়া দেয়নি ইসরাইল। বরং হামলা আরও জোরদার করেছে। এতে করে জিম্মিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে হামাস।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ