1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বিনা মূল্যে শ্রীলঙ্কার পর্যটন ভিসা পাবে সাত দেশের নাগরিক - DeshBideshNews
November 25, 2024, 10:51 am
 

বিনা মূল্যে শ্রীলঙ্কার পর্যটন ভিসা পাবে সাত দেশের নাগরিক

  • Update Time : Wednesday, October 25, 2023
  • 101 Time View
বিনা মূল্যে শ্রীলঙ্কার পর্যটন ভিসা পাবে সাত দেশের নাগরিক

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সাত দেশের নাগরিকদের বিনা মূল্যে পর্যটন ভিসা দেবে শ্রীলঙ্কা। মঙ্গলবার দেশটির মন্ত্রিসভা এই প্রস্তাব অনুমোদন করেছে। একটি পাইলট প্রকল্পের আওতায় ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধা পাবে ওই সব দেশের নাগরিকরা। দেশগুলো হলো ভারত, চীন, রাশিয়া, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। পর্যটন খাত পুনরুজ্জীবিত করা এবং ২০২৬ সালের মধ্যে ৫০ লাখ পর্যটক আগমনের লক্ষ্য নির্ধারণ করেছে শ্রীলঙ্কা। বিনা মূল্যে পর্যটন ভিসা প্রদান এই কর্মসূচির অংশ।

প্রথমে করোনা মহামারি, তারপর গত বছরের চরম আর্থিক সংকটের কারণে বিক্ষোভ ও জ্বালানিসহ নিত্যপণ্যের সংকটের ফলে দেশটিতে পর্যটক যাওয়া অনেক কমে গিয়েছিল। তবে এ বছর পর্যটক যাওয়া বেড়েছে।

সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১০ লাখ পর্যটক সে দেশে গেছে। বছর শেষে সংখ্যাটি ১৫ লাখ হতে পারে বলে আশা করা হচ্ছে। শ্রীলঙ্কা উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য বলছে, এ বছর এখন পর্যন্ত ভারতের দুই লাখ ৩১০ জন পর্যটক শ্রীলঙ্কা গেছে, যা সব দেশের মধ্যে সর্বোচ্চ। এর পরেই আছে রাশিয়ার পর্যটকরা, তাদের সংখ্যা এক লাখ ৩২ হাজার ৩০০ জন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এ বছরের প্রথম আট মাসে পর্যটন খাত থেকে শ্রীলঙ্কা ১.৩ বিলিয়ন ডলার আয় করেছে। গত বছর একই সময়ে সংখ্যাটি ছিল ৮৩৩ মিলিয়ন ডলার।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ