1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বাখমুত পতনের কথা স্বীকার করেননি জেলেনস্কি! - DeshBideshNews
November 27, 2024, 9:41 pm
 

বাখমুত পতনের কথা স্বীকার করেননি জেলেনস্কি!

  • Update Time : Sunday, May 21, 2023
  • 89 Time View
বাখমুত পতনের কথা স্বীকার করেননি জেলেনস্কি!

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ইউক্রেন রবিবার বলেছে, তারা এখনো পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের নিয়ন্ত্রণের জন্য লড়াই করছে। তবে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর কিছুক্ষণ আগেই বলেছিলেন, শহরটি ‘কেবল আমাদের হৃদয়ে’ রয়ে গেছে। পরে তার মুখপাত্র সের্গেই নাইকিফোরভ ফেসবুকে বলেছেন, ‘প্রেসিডেন্ট বাখমুত হারানোর বিষয়টি অস্বীকার করেছেন।’ জাপানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের আগে রবিবার জেলেনস্কিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শহরটি কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে কি না।

তিনি উত্তরে বলেন, ‘আমি মনে করি না। আজকে বাখমুত শুধু আমাদের হৃদয়ে আছে।’রাশিয়ার কাছে বাখমুত হারানোর কথা স্বীকার করলেন জেলেনস্কি ,পরে তিনি প্রেস সেক্রেটারি স্পষ্ট করেন, ইউক্রেনের নেতা প্রশ্নের একটি ভিন্ন অংশের উত্তর দিচ্ছেন। সের্গেই নাইকিফোরভ ফেসবুকে লিখেছেন, ‘সাংবাদিকের প্রশ্ন : রাশিয়ানরা বলেছে তারা বাখমুতের দখল নিয়েছে।

প্রেসিডেন্টের উত্তর : আমি মনে করি না।’নাইকিফোরভ ইউক্রেনীয় ভাষায় আরো লেখেন, ‘এইভাবে প্রেসিডেন্ট বাখমুতের পতন অস্বীকার করেছেন।’শনিবার রাশিয়া দাবি করে, তারা ধ্বংসপ্রাপ্ত পূর্ব ইউক্রেনের শহরটি পুরোপুরি দখল করেছে, যা সত্য হলে ১৫ মাসের দীর্ঘতম এবং রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তি ঘটবে।

জেলেনস্কি আরো বলেছেন, ‘এটি ট্র্যাজেডি। জায়গাটিতে আর কিছুই নেই।’বৃহৎ সমতল শহরটিতে হামলার নেতৃত্বে ছিল রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের সেনারা, যার নেতা ইয়েভগেনি প্রিগোজিন আগের দিন বলেছিলেন, তার সেনারা শেষ পর্যন্ত ইউক্রেনীয়দের শহরের অভ্যন্তরে প্রবেশ করে দখল নিয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ