1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ফ্রান্সে সরকারি স্কুল গুলোতে বোরকা পরা নিষিদ্ধ করছে - DeshBideshNews
November 26, 2024, 8:16 pm
 

ফ্রান্সে সরকারি স্কুল গুলোতে বোরকা পরা নিষিদ্ধ করছে

  • Update Time : Monday, August 28, 2023
  • 90 Time View
ফ্রান্সে সরকারি স্কুল গুলোতে বোরকা পরা নিষিদ্ধ করছে

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ফ্রান্সের সরকারি স্কুলগুলোতে মেয়েদের বোরকা বা আবায়া পরা নিয়ে একটি নিষেধাজ্ঞা আসতে চলেছে। আগামী ৪ সেপ্টেম্বর ফ্রান্সের স্কুলে শুরু হতে যাওয়া নতুন বর্ষ থেকেই এই নির্দেশ কার্যকর করা হবে। দেশটির শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে গতকাল রবিবার (২৭ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফ্রান্সে সরকারি স্কুল ও ভবনগুলোতে ধর্মীয় প্রতীক বা নিদর্শন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।

এ ক্ষেত্রে দেশটির যুক্তি হচ্ছে, ধর্মনিরপেক্ষতার আইন লঙ্ঘিত হয় ধর্মীয় প্রতীক বা নিদর্শনের ব্যবহারের মাধ্যমে। ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল বলেন, ‘একটি শ্রেণিকক্ষে গিয়ে শুধু শিক্ষার্থীদের দিকে তাকিয়েই তাদের ধর্ম শনাক্ত করতে পারার বিষয়টি গ্রহণযোগ্য নয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে স্কুলে আর আবায়া পরিধান করা যাবে না।’ ফ্রান্সের স্কুলগুলোতে আবায়া বা বোরকা পরিধান নিয়ে দীর্ঘ সময় ধরে বিতর্কের পর দেশটির শিক্ষামন্ত্রী নতুন এই সিদ্ধান্তের কথা জানালেন।

গ্রীষ্মের ছুটির পর স্কুল পুনরায় খোলার আগেই জাতীয় পর্যায়ে সবার কাছে তিনি নতুন নিয়মটি সুস্পষ্ট করবেন বলে জানান। দেশটির সরকারি স্কুলগুলোতে ২০০৪ সাল থেকে মেয়েদের মাথায় স্কার্ফ বা হিজাব পরিধান নিষিদ্ধ করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে ফ্রান্সের স্কুলগুলোতে বোরকা পরিধান করা মুসলমান মেয়েদের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটির বামপন্থী দলগুলো মুসলমান নারী ও মেয়েদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করে এলেও ডানপন্থী দলগুলো মুসলমান নারীদের এই পোশাক নিষিদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে।

 

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ