দেশ-বিদেশ নিউজ ডেস্ক : পাকিস্তান যদি উস্কানি দেয় তাহলে ভারত তাদের কড়া জবাব দিবে। দরকার পড়লে সামরিক শক্তিও ব্যবহার করবে, এমনটাই জানানো হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থার একটি প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা প্রতি বছরই বিশ্বের নানা প্রান্তের এমন ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকে। সেই প্রতিবেদনেই উঠে এসছে পাক-ভারত সীমান্তের পরিস্থিতি।
মার্কিন ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘দীর্ঘদিন ধরেই ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীকে সমর্থন করে আসছে পাকিস্তান। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে পালটা সামরিক জবাব দিতে তৈরি আছে ভারত। পাকিস্তান যদি ভারতকে উস্কানি দেয়, তাহলে আগের তুলনায় অনেক কড়াভাবে পাল্টা জবাব দিতে পারে তারা।’কাশ্মীরের অস্থিরতা, জঙ্গি হামলার কারণে দুই দেশের সীমান্ত পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর জায়গায় রয়েছে বলেই দাবি মার্কিন প্রতিবেদনে।
এদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে পাকিস্তানের সঙ্গে কাজ করতে চায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘দক্ষিণ ও মধ্য এশিয়ায় সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তুলতে আগ্রহী যুক্তরাষ্ট্র। সেই জন্যই পাকিস্তানের সহযোগিতা প্রয়োজন। সন্ত্রাস দমনে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে দুই দেশের যৌথ উদ্যোগ।’ প্রতিবেদনে পাকিস্তান ওচীন উভয় দেশের সঙ্গে ভারতের বিরোধের কথা উঠে এসেছে।