1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
পর্তুগালে তীব্র দাবদাহ, নিহত ১ হাজার - DeshBideshNews
November 24, 2024, 11:20 pm
 

পর্তুগালে তীব্র দাবদাহ, নিহত ১ হাজার

  • Update Time : Wednesday, July 20, 2022
  • 329 Time View
পর্তুগালে তীব্র দাবদাহ, নিহত ১ হাজার

দেশ বিদেশ ডেস্ক : ভয়াবহ তাপপ্রবাহের কবলে পড়ে বিপর্যস্ত পর্তুগাল। চলমান এই তাপপ্রবাহের কারণে গত দুই সপ্তাহে ইউরোপের এই দেশটিতে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পর্তুগালের স্বাস্থ্য প্রধান সতর্ক করে বলেছেন, তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আমাদেরকে প্রস্তুত হতে হবে।

বুধবার (২০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। অবশ্য, শুধু পর্তুগালেই নয়, গোটা ইউরোপজুড়েই চলছে ভয়াবহ তাপপ্রবাহ। ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, ক্রোয়েশিয়ায়ও ভয়াবহ তাপপ্রবাহ চলছে।

মঙ্গলবার  পর্তুগিজ স্বাস্থ্য কর্তৃপক্ষ ডিজিএসের প্রধান গ্রেস ফ্রেইটাস বলেছেন, তীব্র গরমে বিশ্বের যেসব অঞ্চল প্রভাবিত হতে পারে, তার মধ্যে পর্তুগাল অন্যতম। উচ্চ তাপমাত্রার জন্য আমাদের আরও প্রস্তুত হতে হবে। খরা কবলিত পর্তুগালে গত সপ্তাহেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। গত কয়েকদিনে তা সামান্য কমতে দেখা গেছে। তবে সেটি এখনো স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি বলে জানিয়েছেন ফ্রেইটাস। ডিজিএস এর আগে গত ৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত দাবদাহ সংক্রান্ত মৃত্যুর সংখ্যা ২৩৮ জানিয়েছিল। তবে গত ১৮ জুলাই এর সংখ্যা গিয়ে পৌঁছেছে ১ হাজার ৬৩ জনে।

উচ্চ তাপমাত্রা, চলমান খরা এবং বন ব্যবস্থাপনার দুর্বলতার জন্য পর্তুগালে বেশ কয়েকটি দাবানল শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্পেনসহ দক্ষিণ ইউরোপীয় অন্য দেশগুলোতেও দাবানলের বিরুদ্ধে লড়ছেন দমকলকর্মীরা।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ