1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
পদত্যাগ করলেন স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হামজা ইউসুফ - DeshBideshNews
November 25, 2024, 2:40 am
 

পদত্যাগ করলেন স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হামজা ইউসুফ

  • Update Time : Monday, April 29, 2024
  • 74 Time View
পদত্যাগ করলেন স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হামজা ইউসুফ
পদত্যাগ করলেন স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হামজা ইউসুফ

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ পদত্যাগ করেছেন। সোমবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) এবং স্কটিশ গ্রিনসের মধ্যকার ক্ষমতাসীন জোট ভাঙার পর এই পদক্ষেপ নিলেন হামজা ইউসুফ। চুক্তিটি শেষ হওয়ার পর থেকে চাপে ছিলেন এই নেতা। স্কটিশ পার্লামেন্টে বিরোধী দল দুটি আস্থা ভোটের প্রস্তাব দিয়েছে। একটি ফার্স্ট মিনিস্টার ও আরেকটি স্কটিশ ন্যাশনাল পার্টির সরকারের বিরুদ্ধে।

পদত্যাগের বিষয়টি একটি টেলিভিশন চ্যানেলে নিজেই ঘোষণা দেন ইউসুফ। তিনি বলেন, ‘আমি ক্ষমতা ধরে রাখার জন্য আমার মূল্যবোধ এবং নীতির ব্যবসা করতে বা চুক্তি করেতে ইচ্ছুক নই।

তিনি বলেন, পরবর্তী ফার্স্ট মিনিস্টার নিযুক্ত হওয়ার আগে পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। চলতি মাসেই ইউসুফ জানান, তিনি বেশ আত্মবিশ্বাসী যে তিনি একটি অনাস্থা ভোট জিততে পারবেন। তবে সোমবারের মধ্যে তার সংখ্যালঘু সরকারকে শক্তিশালী করার জন্য অন্যান্য দলের সাথে আলোচনার বিষয়টি অনিশ্চিত ছিল।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ