দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেমে সিনাগগের বাইরে বন্দুকধারীর হামলায় অন্তত আটজন নিহতের ঘটনায় উত্তেজনার মাত্রা বেড়ে গেছে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে এই উত্তেজনার মধ্যে ইসরায়েলিদের আগ্নেয়াস্ত্র পাওয়া সহজ করার পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
ইসরায়েলি নিহতের ঘটনায় দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, যেভাবেই হোক না কেন এই হামলার প্রতিশোধ নেয়া হবে। পূর্ব জেরুজালেমে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় সময় শনিবার গভীর রাতে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেন নেতানিয়াহু। ইসরায়েলের নাগরিকদের জন্য বন্দুক রাখার অনুমতির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তিনি বলেছেন, যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদের চড়া মূল্য দিতে হবে। সন্দেহভাজনদের বাড়িঘর ধ্বংস করে দেওয়ার আগে সিল করে দেওয়া হবে। শুধু তাই নয়, হামলাকারীদের পরিবারের জন্য সামাজিক নিরাপত্তা সুবিধাও বাতিল করা হবে। দায়িত্ব নেওয়ার পর থেকেই নতুন নিয়মের পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলে বড় ধরনের বিক্ষোভ হচ্ছে। সেইসব বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার। তার মধ্যেই নাগরিকদের অস্ত্রসজ্জিত করার ঘোষণা দিলেন নেতানিয়াহু।