দেশ-বিদেশ নিউজ ডেস্ক : নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় আনামব্রা রাজ্যে নৌকা উল্টে ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৬০ জন। ভয়েস অব আমেরিকা জানায়, শুক্রবার (৭ অক্টোবর) আনামব্রায় তীব্র বন্যার মধ্যে ৮৫ আরোহীর ওই নৌকাটি ডুবে যায়। রাজ্যটির গভর্নর চুকয়ুমা চার্লস সোলুদো এক বিবৃতিতে নৌকা উল্টে যাওয়ার ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, শুক্রবার এই নৌকাডুবির ঘটনা ঘটে।
দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার আঞ্চলিক সমন্বয়ক থিকম্যান তানিমু বলেছেন, প্রবল স্রোতে নৌকাটি ৮৫ জন যাত্রী নিয়ে ডুবে গেছে। অ্যানামব্রা রাজ্যের গভর্নর চুকউমা চার্লস সোলুডো এক বিবৃতিতে জানিয়েছেন, এ ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে অ্যানামব্রা রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান বলেছেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টা থেকে দুপুরের মধ্যে নৌকাডুবির ঘটনাটি ঘটেছে বলেও জানিয়েছে সংস্থাটি।
ওই এলাকার বাসিন্দা এবং স্থানীয় সরকারের সাবেক নেতা আফাম ওজিন জানিয়েছেন, নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে সেটি চালু হলেও কিছুক্ষণ পরেই নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে। ওজিন বলেন, নৌকাটি স্থানীয়ভাবে তৈরি করা হয়েছিল। এটি শতাধিক মানুষ নিতে পারে। দুর্ভাগ্যবশত এর ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং ডুবে যায়। নাইজেরিয়ার সেনাবাহিনীর একটি সামরিক দুর্যোগ প্রতিক্রিয়া দল অনুসন্ধান প্রচেষ্টায় সহায়তা করছে বলে জানিয়েছেন থিকম্যান তানিমু।