1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
নরেন্দ্র মোদির সঙ্গে জেলেনস্কির সাক্ষাৎ - DeshBideshNews
November 27, 2024, 9:49 pm
 

নরেন্দ্র মোদির সঙ্গে জেলেনস্কির সাক্ষাৎ

  • Update Time : Saturday, May 20, 2023
  • 74 Time View
নরেন্দ্র মোদির সঙ্গে জেলেনস্কির সাক্ষাৎ

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপানে জি৭ সম্মেলনের সাইডলাইনে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার (২০ মে) পিএমও ইন্ডিয়া টুইটারে জেলেনস্কির সঙ্গে মোদির একটি ছবি পোস্ট করেছে। এই ছবিতে তাদের হাত মেলাতে দেখা যায়।

তবে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা করা থেকে বিরত রয়েছেন মোদি। রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ভারত রুশ জ্বালানি আমদানি বাড়িয়েছে। জি৭ গোষ্ঠীর সদস্য না হয়েও বেশ কয়েকটি দেশের নেতার মতো নরেন্দ্র মোদি সম্মেলনে অংশ নিয়েছেন। গ্লোবাল সাউথের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এসব দেশকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার এর আগে জেলেনস্কি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

জাপানে পৌঁছে জেলেনস্কি টুইটারে জানান, তিনি ইউক্রেনের বন্ধু ও মিত্রদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে জাপানে গিয়েছেন। এদিকে বিবিসি জানিয়েছে, ইউক্রেনেকে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার ক্ষেত্রে পশ্চিমা মিত্রদের অনুমোদনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ঠিক এরপরই তিনি জাপানে হাজির হলেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ