দেশ-বিদেশ নিউজ ডেস্ক : দাঙ্গাকারীরা ব্রাসিলিয়ার গুরুত্বপূর্ণ সরকারি ভবনে হামলা চালানোর পরিপ্রেক্ষিতে ব্রাজিলের বিচার বিভাগ শীর্ষ কয়েকজন সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। এক কর্মকর্তা, সামরিক পুলিশের প্রাক্তন কমান্ডারকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। গ্রেপ্তারের সম্মুখীন কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ব্রাসিলিয়ার প্রাক্তন জননিরাপত্তা প্রধান অ্যান্ডারসন টরেসসহ আরো কয়েকজন। তারা ‘কিছু বিশেষ কাজ করা এবং কিছু বিষয় উপেক্ষা করার’ জন্য দায়ী বলে অ্যাটর্নি জেনারেলের দপ্তর অভিযোগ করেছে। বলা হচ্ছে, তাদের ওই ভূমিকাই দাঙ্গা ডেকে আনে।
অ্যান্ডারসন টরেস দাঙ্গায় তার কোনো ভূমিকা থাকার কথা অস্বীকার করেছেন। সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকরা সম্প্রতি কংগ্রেস ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ এবং সুপ্রিম কোর্টে হামলা চালায়। এ ঘটনার পর পুলিশ কমান্ডার কর্নেল ফাবিও অগাস্টোকে বরখাস্ত করা হয়েছিল।
বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা শপথ নেওয়ার এক সপ্তাহ পরে এ দাঙ্গা ঘটে। হাজার হাজার বিক্ষোভকারী পুলিশের বাধা তুচ্ছ করে ব্রাজিল রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ প্রতীকগুলো তছনছ করে। তাদের অনেকের হাতে ছিল ব্রাজিল ফুটবল দলের হলুদ জার্সি ও জাতীয় পতাকা।