দেশ-বিদেশ নিউজ ডেস্ক : থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে শনিবার গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছে। পুলিশ এখনো সন্দেহভাজন ব্যক্তির সন্ধান করছে। স্থানীয় গণমাধ্যম থাই পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণে সুরাট থানি প্রদেশের খিরি রাত নিখোম জেলায় স্থানীয় সময় বিকেল ৫টায় আক্রমণ শুরু হয়। স্থানীয় পুলিশ প্রধান ক্রিয়াংক্রাই ক্রাইকাইউ এএফপিকে বলেছেন, এ ঘটনায় ‘চারজন মারা গেছে’। তবে আরো বিস্তারিত জানাতে তিনি অস্বীকার করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, একজন সাবেক গ্রাম প্রধানের বাড়ির কাছে গুলি চালানো হয়েছে। উল্লেখ্য, থাইল্যান্ডে বন্দুকের মালিকানার হার অনেক বেশি। গত অক্টোবরে একজন সাবেক পুলিশ সার্জেন্ট উত্তর-পূর্ব নং বুয়া লাম ফু প্রদেশে ৩৬ জনকে হত্যা করেছিল, যার মধ্যে ২৪ জনই শিশু ছিল। এ ছাড়াও গত মাসে ফেচাবুরি প্রদেশে গুলিতে তিনজন নিহত এবং আরো তিনজন আহত হয়, যা ১৫ ঘণ্টার স্থবিরতার পর শেষ হয়েছিল।