দেশ-বিদেশ নিউজ ডেস্ক : থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় নারাথিওয়াত প্রদেশের সাংগাই কোলোক শহরে আতশবাজির গুদামে বিস্ফোরণ হয়েছে। এতে নয়জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১১৫ জন। গতকাল শনিবার (২৯ জুলাই) স্থানীয় সময় বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিবিসি জানিয়েছে, গুদামের ভেতর নির্মাণ কাজ চলছিল এবং সেটা থেকেই বিস্ফোরণের সূত্রপাত।
স্থানীয় গভর্নর সানোন পোনগাকসর্ন বলেন, আগুন নিভিয়ে ফেলা হয়েছে। গুদামের পাশের ভাবনে নির্মাণকাজ চলছিল। ঝালাইয়ের সময়ে ওই গুদামে আগুন লেগে যায়। এতে প্রায় দুই’শ দোকান ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গুদাম থেকে ১০০ মিটার দূরের বাড়ির মালিক সেকসান তায়েসেন জানান, ‘আমি বাড়িতেই ছিলাম। বিস্ফোরণের বিকট শব্দে বাড়ি কেঁপে ওঠে। বাইরে তাকিয়ে দেখি, বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে। মানুষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এর আগে গত মাসেই থাইল্যান্ডের ব্যাংককে একটি নির্মাণাধীন সেতু ভেঙে দুইজন মারা যান।